ঢাকা: শুক্রবার রাত সাড়ে ৮টায় হঠাৎ ফেনী রেল স্টেশনে পৌঁছান সদ্য রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পাওয়া যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে তিনি দুই ঘণ্টা ধরে ফেনী রেল স্টেশনের বিভিন্ন কক্ষ পরিদর্শন, হাজিরা খাতা চেকসহ রেলের জন্য অপেক্ষমান যাত্রীদের কথা শোনেন।
রাত পৌনে দশটায় ফেনী স্টেশনের প্লাটফর্মে এলে রেলমন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। ওবায়দুল কাদের যাত্রীদের কাছে `কোনো সমস্যা আছে কি-না` জিজ্ঞেস করতেই চট্টগ্রামমুখী মহানগর গোধূলী এক্সপ্রেসের যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ``দুই ঘণ্টা ধরে অপেক্ষা করলেও রেলের কোনো খবর নেই। ``
মন্ত্রী যাত্রীদের অভিযোগ মনযোগ দিয়ে শোনেন।
মহানগর এক্সেপ্রেসের যাত্রী ও প্রত্যক্ষদর্শী এমদাদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘রাত ৮টা থেকে আমরা (যাত্রীরা) চট্টগ্রামমুখী মহানগর এক্সপ্রেসের জন্য অপেক্ষা করতে থাকি। রাত দশটায় হঠাৎ যোগাযোগ ও রেলমন্ত্রী ফেনী রেল স্টেশনের প্লাটফর্মে আসেন। এসেই তিনি শুনতে চান কোনো সমস্যা হচ্ছে কি-না! যাত্রীরা তখন রেলমন্ত্রীকে জানায়, প্রায় ২ ঘণ্টা অপেক্ষা করলেও রেলের কোনো খবর নেই। ’
ফেনী রেল স্টেশনে অনিয়ম ও দুর্নীতির খবর শুনেই তিনি ঝটিকা সফর করেছেন বলে জানা গেছে। ফেনী রেল স্টেশনে গিয়ে দেখেন, রেল স্টেশনের একটি টেলিফোন নম্বর সংযোগ বিচ্ছিন্ন। কেন সংযোগ বিচ্ছিন্ন মন্ত্রী তা জানতে চান রেল কর্মকর্তাদের কাছে, তারা এ সদুত্তর দিতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, ওজন মাপের ডিজিটাল যন্ত্র অব্যবহৃত অবস্থায় গোডাউনে পড়ে থাকতে দেখেছেন মন্ত্রী।
ফেনী রেল স্টেশনের বিভিন্ন কক্ষে রেলের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করছেন কি-না তার খোঁজ করেন মন্ত্রী। প্রথমেই তিনি হাজিরা খাতা চেক করেন।
চাকরির নিয়ম লঙ্ঘন করে কর্মস্থল ত্যাগ করায় রেলের ভূমি বিভাগের ফেনী সার্ভেয়ার নূর উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেন মন্ত্রী।
এদিকে নূর উদ্দিনকে সাময়িক বরখাস্ত করায় তার জন্য রাত সোয়া এগারটায় ফেনী সার্কিট হাউসে মন্ত্রীর কাছে লবিং করতে যান দাগনভুঁইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
সে মুহূর্তে মন্ত্রীর সঙ্গে থাকা সময় টেলিভিশনের সাংবাদিক জুলহাস তালুকদার বাংলানিউজকে বলেন, "দাগনভুঁইয়া উপজেলা চেয়ারম্যান রতন যখন সার্ভেয়ার নূর উদ্দিনের জন্য সুপারিশ করেন, তখন রেগে উঠেন রেলমন্ত্রী। উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনকে ধমক দিয়ে মন্ত্রী বলেন, ‘আপনি লবিং করছেন কেন? আমার কাছে লবিং করবেন না। এসবের জায়গা নেই আমার কাছে। ’ মন্ত্রীর ধমকে উপজেলা চেয়ারম্যান চুপসে যান। "
জানা গেছে এ সময় রেলমন্ত্রী বলেন, ‘আমি পার্সেন্টেজ, কমিশন চাই না। কোনো অনিয়মও সহ্য করবো না। এ কথা সড়কেও বলেছি, রেলেও বলছি। ’
এদিকে পরিদর্শনের অভিজ্ঞতা নিয়ে যাত্রীদের হয়রানী দুর্ভোগ কমাতে আগামী সোমবার রেল ভবনে সারাদেশের রেল কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রী কর্ম পরিকল্পনা করবেন বলে জানা গেছে।
এ প্রতিবেদন লেখার সময় (দুপুর ১টা) যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালীর কবিরহাটে অবস্থান করছিলেন বলে জানা গেছে। কুমিল্লার একটি স্টেশন পরিদর্শন করার কথা রয়েছে তার।
উল্লেখ্য, যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দশতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেন। শুক্রবার নোয়াখালীর নবনির্মিত বেগমগঞ্জ উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্কয়ার উদ্বোধন করেন। আকস্মিক জেলা শহরের মাইজদী কোর্ট ও জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমোহনী রেলস্টেশন পরিদর্শন করেন। এ সময় স্টেশন এলাকায় রেলের জমিতে অবৈধ দোকানপাট এবং স্টেশনে অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন রেলমন্ত্রী। নোয়াখালীতে দুই দিন অবস্থান করার পর রাতে ফেনী আসেন মন্ত্রী। ফেনী সার্কিট হাউসে রাত্রিযাপন করে সকালে আবার নোয়াখালীর কবিরহাটে দলীয় কাজে যান। আগামীকাল রোববার বিএনপির হরতাল থাকায় শনিবার রাতেই তিনি ঢাকা ফিরবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১২
এডিএ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর।