ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

বৃষ্টি গেলেই জাঁকিয়ে শীত

সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১২
বৃষ্টি গেলেই জাঁকিয়ে শীত

ঢাকা: গেল বর্ষাকেও হার মানিয়ে দিল চলমান অকাল বর্ষণ। গত ৪ দিন ধরেই মেঘলা আকাশ।

দিনভর কখনও টিপটিপ কখনওবা আবার হঠাৎ করে ঝুপঝুপিয়ে বৃষ্টি।

বিরুপ এ আবহাওয়ার কারণে  শীতকাল না এলেও বাতাসে শীতের পরশ বেশ। হালকা কাপড় গায়ে জড়িয়ে চলা যাচ্ছে না। গায়ে দিতে হয়েছে গরম কাপড়।

ঢাকার আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে- বৃস্পতিবারের আগে এ পরিস্থিতির কোনও রকম উন্নতি হবে না।

অর্থাৎ নীলম-এর পরোক্ষ প্রভাব হিসাবে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ। যার জেরে আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় একইরকম পরিস্থিতি বজায় থাকবে। গুড়ি গুড়ি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


ঢাকায় মঙ্গলবারও দিনভর আকাশ মেঘলা ছিল। চলেছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, নীলমের জন্যই শীতের ক্যালেন্ডার এদিক-ওদিক হতে পারে। তাঁদের কথায়, নতুন করে নিম্নচাপ না তৈরি হলে জাঁকিয়ে শীত পড়বে দেশের অনেকস্থানে।

নভেম্বরের তৃতীয় সপ্তাহের বদলে শীত পা রাখতে পারে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই। অর্থাৎ শীতের আগমনি গাইতে গাইতেই বৃষ্টির এ ছোবল ।


গত শনিবার সকাল থেকে শুরু হয় এ বৃষ্টি। ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। অনেকের মন খারাপ করে দিয়েছে মেঘলা আকাশ । এরমাঝেই উষ্ণ পরশ বুলিয়ে শীত শীত আমেজ।

বলা চলে চারদিনের টানা  বৃষ্টি শীতটাকে আর হালকাভাবে নেওয়া যাচ্ছে না। টানা  বৃষ্টি ঠা-াকে এগিয়ে আনছে।

মঙ্গলবার ঢাকায় বৃষ্টি হয়েছে ২২ মিলিমিটার। তাপমাত্রা সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময় : ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১২
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।