চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী থানার ডাঙ্গারচরে নির্মাণাধীন ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ‘জুলধা ১০০ মেগাওয়াট পাওয়ার স্টেশন’ আগামী জুনে উৎপাদনে আসছে।
এরইমধ্যে এই পাওয়ার স্টেশনের অবকাঠামোগত কাজ শেষ হয়েছে।
ডাঙ্গার চরের ২০ একর জায়গা কিনে ‘একরন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস লিমিটেড’ নামে একটি দেশীয় প্রতিষ্ঠান বেসরকারিভাবে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে।
জুনের মধ্যে ডুয়েল-ফুয়েলে চালিত এই বিদ্যুৎকেন্দ্রটি থেকে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে আশা করছেন পিডিবি চট্টগ্রামের (বিতরণ দক্ষিণাঞ্চল) প্রধান প্রকৌশলী নজরুল ইসলাম।
তিনি বাংলানিউজকে জানান, এরইমধ্যে পাওয়ার স্টেশনটির ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। চুক্তি অনুযায়ী এপ্রিলের ২ তারিখ থেকে জাতীয় গ্রীডে তাদের বিদ্যুৎ সরবরাহের কথা ছিল। কিন্তু পাওয়ার স্টেশন নির্মাণের জন্য জমি ক্রয় সংক্রান্ত জটিলতায় নির্ধারিত সময়ে প্রতিষ্ঠানটি উৎপাদনে আসতে পারেনি। এজন্য চুক্তি অনুযায়ী দৈনিক ৫০ হাজার ডলার আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
এই বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে এলে চট্টগ্রামের বিদ্যুৎ সংকট কিছুটা নিরসন হবে জানান তিনি।
১০০ মেগাওয়াটের এই রেন্টাল পাওয়ার স্টেশনটির সার্বিক সহযোগিতার দায়িত্বে রয়েছেন পিডিবির নির্বাহী প্রকৌশলী ও প্রকল্পপরিচালক সুনীল কান্তি দাশ।
তিনি বাংলানিউজকে জানান, ‘পাওয়ার স্টেশনটি স্থাপনের মূল কাজ শেষ। এটি চালুর জন্য ৩০ মে থেকে তারা আমাদের কাছ থেকে জ্বালানি নেবে বলে জানিয়েছে। ’
তিনি আরো জানান, বিদ্যুৎ কেন্দ্রটি ফার্নেস অয়েলে চলেবে। তবে এটাকে গ্যাসে কনভার্ট করার সুযোগ রয়েছে।
প্রতি কিলোওয়াট আওয়ারে সাত টাকা ৭৬ পয়সায় তারা পিডিবিকে বিদ্যুৎ সরবরাহ করবে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘সমপরিমাণ এই বিদ্যুৎ উৎপাদনে পিডিবির খরচ হয় এক টাকা। ’
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১১