ঢাকা: ঢাকা সিটি কপোরেশনের (ডিসিসি) পরিচ্ছন্নতা কার্যালয় ফুটপাত দখল করে নির্মাণ করা হয়েছে। পরিচ্ছন্ন কর্মীদের হাজিরার নামে ডিসিসির বিভিন্ন ওয়ার্ডে ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে হাজিরা-ঘর।
৫৭ নম্বর ওর্য়াড এলাকায় শান্তিনগর কর্ণফুলি গার্ডেন সিটির পাশে ডিসিসির একটি পরিচ্ছন্নতা কার্যালয়ের সঙ্গেই রয়েছে থাকার ঘর। পুরো ফুটপাতই এখন বন্ধপ্রায়। মধ্যবাড্ডা ডিআইটি রোডের ফুটপাতের ওপর রয়েছে এমন একটি ঘর।
ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের বেশ কিছু ওয়ার্ড অফিস, যার অধিকাংশই ফুটপাত দখল করে নির্মাণ করা হয়েছে। এ অফিসগুলোতে কর্মী হাজিরা, এলাকাবাসীর বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত সমস্যা মোকাবেলা করার কথা থাকলেও সেসব কাজও হচ্ছে না। অভিযোগ রয়েছে, ঘরগুলো ভাড়া দেওয়া হচ্ছে ভাঙ্গারি দোকানিদের কাছে।
৫০ নম্বর ওয়ার্ডের অফিসটি করা হয়েছে পার্কের জমি দখল করে। এই অভিযোগ এলাকাবাসীর। তাদের অভিযোগ, এসব ঘরগুলোতে থাকার কথা লগ বই, পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা ব্যবস্থা, কর্মীদের কাজের সম্পর্কে ধারণা দেওয়া, বর্জ্য সংগহ এবং এর সঠিক তথ্য সংগহের ক্ষেত্রে পরিকল্পনার কার্যক্রম।
৪৫ নম্বর ওয়ার্ড লালমাটিয়ায় রয়েছে একটি অফিস। এই এলাকার বাসিন্দা আবুল হোসেন (৬০) জানান, পরিচ্ছন্নতা কর্মীদের তৎপরতা চোখে পড়ে না। শাহবাগেও রয়েছে একটি হাজিরা ঘর। পাশেই ডাস্টবিন। পথচারীদের নাখ মুখ চেপে ধরে যাতায়াত করতে হয়। এ হাজিরা ঘরের পাশে ডাস্টবিন থাকার পরও তা নিয়মিত পরিষ্কার করা হয় না বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।
ঢাকা সিটি কপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দাবি, ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১৩টি অফিস আছে। এছাড়া আরও বেশ কয়েকটি ওয়ার্ড এলাকার ফুটপাত দখল করে গড়ে উঠেছে। বাংলানিউজের সরেজমিন অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে।
ডিসিসির হিসেবে ৯, ৩৩, ৩৬, ৪০, ৪২, ৪৪, ৪৫, ৫০, ৫৮, ৬৩, ৬৯, ৭৫, ৮৪ রয়েছে। ডিসিসির সূত্রে জানা যায়, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অফিসগুলোর উদ্দেশ্য পরিচ্ছন্নকর্মীদের মাধ্যমে এলাকাবাসীর বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করা। আর এ জন্যই তৈরি করা হয়েছে পাকা ও আধাপাকা টিনশেড ঘর।
এ ব্যাপারে ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা জানান, বর্ষাকালে কর্মীদের আশ্রয়ের জন্য এ ঘর তোলা হয়েছে। প্রত্যেক ওয়ার্ডে একটি করে অফিস করার পরিকল্পনা রয়েছে, যাতে করে এলাকাবাসীর নানা সমস্যার সমাধান ও কর্মীদের তদারকি করা যায়। রাত ৪টা থেকে সকাল ৯টা পযর্ন্ত ঝাড়ু দেওয়ার কাজ করে পরিচ্ছন্নকর্মীরা।
এদিকে, ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বলেন, ‘আমরা সবসময় নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করি। এ ঘরগুলো ফুটপাতের ওপর হওয়ার কথা নয়। তাছাড়া ফুটপাত ঘর তৈরির জায়গা নয়। তারপরও যদি এমনটা হয়ে থাকে বিষয়টি আমি দেখব। ’
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১