ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

কাশিমপুর কারাগারে ঈদ করছেন সাকা বাবর পিন্টু মামুন

আবুল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১
কাশিমপুর কারাগারে ঈদ করছেন সাকা বাবর পিন্টু মামুন

গাজীপুর: বিএনপি ও জামাতে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা এবার ঈদ করছেন গাজীপুরের কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কারাবন্দিদের জন্যে ঈদের নামাজের একাধিক জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া তাদের জন্য সকালে পায়েস-মুড়ি, দুপুরে সাদা ভাত, আলুর দম ও মাছ এবং রাতে পোলাও-মাংস, মিষ্টি ও পান সুপারি দেওয়া হয়।

গাজীপুরের কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবার ঈদ করছেন- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, নাসির উদ্দিন আহমেদ পিন্টু, তারেক জিয়ার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, জামায়াত নেতা মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্যাহ, হরকাতুল জিহাদের নেতা মাওলানা সাইদুর রহমান, মুফতি হান্নানসহ আরো অনেকেই।

প্রতিবারের মতো এবারও ঈদে কারাবন্দিদের জন্যে বিশেষ খাবার ও ঈদের নামাজের একাধিক জামাতের আয়োজন করা হয়।

কারাসূত্রে জানা গেছে, কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১নং ইউনিটে ১০ট্রাক অস্ত্রসহ একাধিক মামলায় গ্রেপ্তারকৃত লুৎফুজ্জামান বাবর ও যুদ্ধাপরাধ (মানবতাবিরোধী) মামলায় গ্রেপ্তারকৃত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও ৯১জনের মতো ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিসহ ১৯শ’ জন ঈদ করছেন।

এবারের ঈদে এ কারাগারে চারটি জামাত অনুষ্ঠিত হয়।

অপরদিকে কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২নং ইউনিটে ঈদ করছেন- বিডিআর (বিজিবি) বিদ্রোহ মামলায় গ্রেপ্তারকৃত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু, মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তারকৃত তারেক জিয়ার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনসহ যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তারকৃত জামায়াত নেতা মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্যাহ, হরকাতুল জিহাদের নেতা মাওলানা সাইদুর রহমান ও মুফতি হান্নান। এ কারাগারে দেড় শতাধিক ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিসহ চার হাজারেরও বেশি বন্দি রয়েছেন। এখানে ঈদের ১০টি জামাত অনুষ্ঠিত হয়।

ঈদ উপলক্ষে কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারো আয়োজন করা হয়েছে। বন্দিদের সকালে পায়েস-মুড়ি, দুপুরে সাদা ভাত, আলুর দম ও মাছ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা,আগস্ট ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।