ঢাকা: এটি কোনও মাজারের দৃশ্য নয়। এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিক সামনের রাস্তার দৃশ্য।
বাঁশের খুঁটিতে রশি দিয়ে লাল নিশান বেঁধে ঘিরে রাখা হয়েছে একটি ম্যানহোল। আবার ঘাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সেটি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান গেটের সামনে ফোয়ারা রত্মদ্বীপের পাশে সপ্তাহখানেক ধরেই দেখা যাচ্ছে এই দৃশ্য। খোদ সরকার প্রধানের কার্যালয়ের সামনে এই দৃশ্য। তবু দেখার কেউ নেই!
নগরীর অন্যান্য রাস্তার মতোই এই রাস্তাটিও ডিসিসির। ঈদের কয়েক দিন আগেই ডিসিসি ম্যানহোলটি মেরামতের কাজ শুরু করে। কিন্তু, ঈদের আনন্দে জরুরি সেবাপ্রদানকারী ডিসিসির কর্মকর্তারা সরকারের প্রধান নির্বাহীর অফিসের সামনের এই গুরুত্বপূর্ণ সড়কের ম্যানহোলের ঢাকনাটির মেরামত শেষ করার সময় পাননি। তাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ম্যানহোলের ঢাকনা অসম্পূর্ণ।
শনিবার বিকেলে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রত্নদ্বীপের পাশে দেখা গেল-বাঁশ পুঁতে ম্যানহোলের চারপাশ ঘিরে রাখা হয়েছে। বাঁশের সাথে রশি দিয়ে বাঁধা লাল কাপড়ের টুকরো উড়ছে। ঘাস তুলে দেখা গেল সিমেন্ট ও কনক্রিটের অসমাপ্ত কাজ।
রাস্তার মাঝখানে ম্যানহোলের ঢাকনা ঘিরে রাখায় গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করছে হাজার হাজার গাড়ি। কিন্তু, রাস্তার মাঝখানে ম্যানহোল ঘেরাও করে রাখায় হঠাৎ কমাতে হচ্ছে গাড়ির গতি। সেই সঙ্গে পাল্টাতে হচ্ছে গতিপথও। এতে দুর্ঘটনার ঝুঁকিও থাকছে।
এদিকে ওই রাস্তা দিয়ে চলাচলকারী কয়েকজন পথচারী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর অফিসের সামনের রাস্তারই যদি হয় এই অবস্থা তাহলে সারাদেশের রাস্তাঘাটের কি অবস্থা সেটা সহজেই বোঝা যায়। ’
প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়াও নগরীর বিভিন্ন এলাকার শত শত ম্যানহোলের ঢাকনা নেই। বৃষ্টি হলে বেশির ভাগ রাস্তায় পানি জমে। তখন পানিতে ডুবে যায় ওই সব ম্যানহোল। কোথায় ম্যানহোল আছে তা বোঝা যায় না। তাই বৃষ্টি হলে অনেক রাস্তায় ম্যানহোলে গাড়ি আটকে সৃষ্টি হয় যানজট। এতে নগরবাসীর দুর্ভোগ বাড়ে। কিন্তু, এদিকে ডিসিসির খেয়াল নেই।
ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটের পাশে বিএএফ শাহীন কলেজের সামনেও এরকম একটি ম্যানহোল দেখা গেল। এই ম্যানহোলটির একেবারেই ঢাকনা নেই। হঠাৎ কেউ পড়ে যেতে পারেন এ ম্যানহোলের গর্তে। গুলশান তহশিল অফিসের সামনেও রয়েছে ঢাকনাহীন এমন একটি ম্যানহোল। ঢাকনা না থাকায় এটি দুর্গন্ধ ছড়াচ্ছে। চারপাশের পরিবেশ দুর্গন্ধে আবিল করে রেখেছে অষ্টপ্রহর।
মেয়র সাদেক হোসেন খোকা টেলিফোনে বাংলানিউজকে বলেছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ডিসিসির প্রকৌশলীরা কাজ করছেন। তাই লাল পতাকা দিয়ে ম্যানহোলটি ঢাকা রয়েছে।
তবে এ কাজ কবে শেষ হবে--জানতে চাওয়া হয়।
সে বিষয়ে তার জবাব, তিনি জানেন না।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘন্টা, সেপ্টেম্বর ০৩, ২০১১