জামালপুর: জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমান্ডার পদে থাকা শফিকুল ইসলাম খোকা মুক্তিযোদ্ধা নন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, তিনি তার ভাই মফিকুল ইসলামের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট নম্বর (কল্যাণ ট্রাস্ট নং-১৭২৭০) ব্যবহার করে মুক্তিযোদ্ধা সেজেছেন।
বুধবার শহরের পাঁচ রাস্তার মোড়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লি. কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার নাজিম উদ্দিন তালুকদার।
সাংবাদিক সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, শফিকুল ইসলাম মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা দেওয়ার নামে দেড় কোটি টাকা বিতরণে চরম দুর্নীতি ও অনিয়ম করেছেন।
তিনি আরও অভিযোগ করেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা পরির্তন করে খোকা ভুয়া মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা দিয়েছেন।
প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে ভাতা প্রদানের তালিকায় রাজাকারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে অভিযোগ করে এর সুষ্ঠু তদন্তের দাবি জানান নাজিম উদ্দিন তালুকদার।
এ ব্যাপারে জামালপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম খোকার সঙ্গে যাগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১১