ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মানবসভ্যতা রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: এমপি দীপংকর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
মানবসভ্যতা রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: এমপি দীপংকর

রাঙামাটি: মানবসভ্যতা রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য (এমপি) দীপংকর তালুকদার।  

বুধবার (২৬ জুলাই) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে জেলা প্রশাসন এবং বনবিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, বন উজার হওয়ার কারণে দিন দিন মাটির টপ সয়েল ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টি কমে যাচ্ছে। আমরা প্রকৃতিকে ধ্বংস করছি। আমরা যেন ব্যক্তি উদ্যোগে গাছ লাগাই, শহর-গ্রাম পরিষ্কার রাখি, বন সৃজনে মনোনিবেশ করি, জলবায়ুর খারাপ দিকের কথা ভেবে নিজ বাড়ির আঙিনার খালি জায়গায় গাছ লাগাই।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দক্ষিণ বন বিভাগের প্রধান সালেহ মোহাম্মদ শোয়েব খান।

আলোচনা সভার পর অতিথিরা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন এবং অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেন। এরপর অনুষ্ঠান স্থলে গাছের চারা রোপণ করেন অতিথিরা।

এর আগে সকালে বনবিভাগের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বৃক্ষমেলার উদ্বোধন করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।