ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জলবায়ু ও পরিবেশ

উত্তরের চার জেলায় বানের আভাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, সেপ্টেম্বর ১৩, ২০২৫
উত্তরের চার জেলায় বানের আভাস ফাইল ফটো

ঢাকা: দেশের উত্তরাঞ্চলের চারটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে রংপুর বিভাগের কিছু স্থানে ভারী থেকে অতিভারী [উল্লেখযোগ্য: পাটেশ্বরী (কুড়িগ্রাম) ১০৬ মিলিমিটার] এবং ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে [উল্লেখযোগ্য: নোয়াখালী ৫৫ মিলিমিটার] এবং উজানে ভারতে ত্রিপুরা ও আসাম প্রদেশে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।

আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ ও সিকিম প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ভারী বৃষ্টিপাতে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানির সমতল আগামী তিনদিন বাড়তে পারে। এ সময়ে তিস্তা নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে। এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে প্লাবিত হতে পারে।

ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।