ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

দেখা মিলল সূর্যের, পঞ্চগড়ে তাপমাত্রা বেড়ে ১০ ডিগ্রির ঘরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
দেখা মিলল সূর্যের, পঞ্চগড়ে তাপমাত্রা বেড়ে ১০ ডিগ্রির ঘরে

পঞ্চগড়: মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর উত্তরের জেলা পঞ্চগড়ে এবার বেড়েছে তাপমাত্রা।

রোববার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত শুক্রবার (১০ জানুয়ারি) চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় পঞ্চগড়ে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে গত শুক্রবারের চেয়ে তাপমাত্রার পারদ বেড়ে গেলেও সকাল থেকে অব্যাহত থাকতে দেখা গেছে কনকনে শীত। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য দেখা দেওয়ার পাশাপাশি বেড়েছে সূর্যের তাপের তীব্রতা।

দেখা গেছে, কনকনে শীতের কারণে গরম কাপড়ের অভাবে রাত ও সকালে বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষেরা।  

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে বলেন, আজ রোববার তাপমাত্রা বেড়ে ১০ ডিগ্রির ঘরে গিয়ে দাঁড়িয়েছে। তবে জানুয়ারিজুড়ে আরো কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।