ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বিশ্বের সবচেয়ে বড় হাঙরের সন্ধান (ভিডিওসহ)

জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
বিশ্বের সবচেয়ে বড় হাঙরের সন্ধান (ভিডিওসহ)

ঢাকা: পৃথিবীর ভেতর আরেক পৃথিবী যেন সাগরতল। প্রাণিবৈচিত্র্যে ভরা এ নীল জগৎ যেন পৃথিবীর চেয়েও রহস্যময়।

প্রতিদিনই এখানকার নতুন তথ্যে চমকে উঠছে মানুষ। এবার ডু্বুরির ক্যামেরায় ধরা পড়া এক হাঙরের ভিডিওতে চোখ আটকে যাচ্ছে সবার। বলা হচ্ছে, এ যাবতকালে সন্ধান পাওয়া হাঙরদের মধ্যে সবচেয়ে বড় এটি।

সোমবার (১০ আগস্ট) মেক্সিকোর লা পাজ শহরভিত্তিক পরিবেশ সংরক্ষণ গোষ্ঠী ‘পেলাগিওস কাকুনজা’র পরিচালক মাউরিশিও হোয়োস প্যাদিলা ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন। গত তিনদিনে এটি দেখেছেন ২১ লাখের বেশি ফেসবুক ব্যবহারকারী।

২০ ফুট লম্বা এ হাঙরের বয়স ‘পেলাগিওস কাকুনজা’ বলছে, অর্ধশত বছর হবে। দানবীয় হাঙরটির নাম দেওয়া হয়েছে, ‘ডিপ ব্লু’।

ভিডিওটিতে দেখা যায়, খাঁচার ভেতর থাকা এক সাঁতারুর খুব কাছে দিয়ে ছোট ছোট মাছের সঙ্গে ভেসে যাচ্ছে ‘ডিপ ব্লু’।

হোয়োস প্যাদিলা জানিয়েছেন, মেক্সিকো উপকূলে গুয়াদালুপে দ্বীপের কাছে থেকে ২০১৩ সালে ভিডিওটি ধারণ করা হয়েছে। সেসময় ডিসকভারি চ্যানেলের জন্য সাগরতলে একটি তথ্যচিত্র ধারণের কাজ চলছিলো।

এদিকে, ভিডিও দেখে গবেষকরা বলছেন, ‘ডিপ ব্লু’ গর্ভবতী। সে উপকূলের কাছে এসেছিলো সন্তান প্রসব করতে।

গত জুন মাসে ভিডিওটির প্রথম পর্ব পোস্ট করা হয়। আর এবার পোস্ট করা হলো দ্বিতীয় পর্ব। ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে, ‘এ যাবতকালের সবচেয়ে বড় হাঙর’।



বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
আরএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।