ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

শামুকখোলকে ‘পাখির রাজ্য’ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
শামুকখোলকে ‘পাখির রাজ্য’ ঘোষণা

বগুড়া: শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’ এর উদ্যোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহারহাটের শামুকখোল পাখির আবাস্থলকে ‘পাখির রাজ্য’ ঘোষণা করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর রহমান এ ঘোষণা দেন।


বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে বিহারহাটে স্থানীয় জনসাধারণের সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।     
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর রহমান।

এসময় সংগঠনের উপদেষ্টা শিবগঞ্জ এম এইচ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান, সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শফি মাহমুদ, মো. আব্দুর রাজ্জাক, বিহার এম এ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল সবুজ, তীরের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইমরুল কায়েস সিদ্দিক, বিহার আঞ্চলিক কমিটির সভাপতি তৌফিক হাসান, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এমবিএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।