ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাজীপুরে প্রস্তুতিমূলক সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাজীপুরে প্রস্তুতিমূলক সভা প্রস্তুতিমূলক সভা, ছবি: বাংলানিউজ

গাজীপুর: বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

 

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নাসার উদ্দিন ও পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের রির্চাস অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মোজাহিদ, দিলরুবা আক্তার, মো. আব্দুর রাজ্জাক ও জেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী।

সভায় জানানো হয়, সারা দেশের ন্যায় আগামী বৃহস্পতিবার (২০ জুন) গাজীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে। এ উপলক্ষে শনিবার (১৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের নাট মন্দিরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস, কিন্তু ওইদিন ঈদ-উল-ফিতর উদযাপন হওয়ায় ২০ জুন সারাদেশে বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।