ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ, বিস্তৃতি ঘটবে আরো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ, বিস্তৃতি ঘটবে আরো

ঢাকা: দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরো এলাকাজুড়ে বিস্তৃতি ঘটবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৬ জানুয়ারি) আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
 
আগামী ২৪ ঘণ্টায় এই শৈত্যপ্রবাহের অঞ্চলের আরো বিস্তৃতি ঘটতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
 
সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৩.৫, ময়মনসিংহে ১০.৬, চট্টগ্রামে ১৬.১, সিলেটে ১৪.৪, রংপুরে ১১, খুলনায় ১২ এবং বরিমালে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
 
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায়, সিলেটে ৫, ময়মনসিংহ, টাঙ্গাইল ও বগুড়ায় ১ এবং ঢাকা, রাজশাহী, কুমিল্লায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।
 
তবে আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হয়ে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
 
চলতি মাসে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। যার একটি বইছে এবং মাসের মাঝামাঝিতে একটি ও শেষে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে।
 
এছাড়াও ফেব্রুয়ারির প্রথমার্ধে আরেকটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
 
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।