ঢাকা: সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজেছে রাজধানী। মেঘলা আবহাওয়ায় এমন বৃষ্টি শীতের প্রাক্কালে অনেকটাই বেমানান।
শুক্রবার (২০ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এমনিতে আবহাওয়া শুষ্ক থাকবে।
এতে আরও বলা হয়, ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার গতিতে উত্তর থেকে পশ্চিম-উত্তর দিকে বাতাস প্রবাহিত হবে।
মেঘলা আকাশের কারণে কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এসএইচএস/আরবি