ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় প্রস্তুত কক্সবাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মে ২৫, ২০২১
ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় প্রস্তুত কক্সবাজার ফাইল ফটো

কক্সবাজার: ঘূর্ণিঝড় ইয়াস এবং পূর্ণিমার জোয়ারের প্রভাবে কক্সবাজারে সাগর কিছুটা উত্তাল রয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে ঘূর্ণিঝড়টি কক্সবাজার উপকূলে আঘাত হানার সম্ভাবনা কম হলেও ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ জানান, ঘূর্ণিঝড়ের সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইয়াস মোকাবেলায় সকল প্রস্তুতি রয়েছে জেলা প্রশাসেনর।

তিনি বলেন, আবহাওয়া অফিসের তথ্য মতে ঘূর্ণিঝড়টি কক্সবাজার উপকূলে আঘাত হানার সম্ভাবনা নেই। তবুও আমরা সতর্ক আছি।

এখানকার  ৫৭৬টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রসহ  অন্তত এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠান-বহুতল ভবন আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির অবনতি হলেই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত লোকজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হবে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মে ২৫, ২০২১
এসবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।