ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি।

চাঁপাইনবাবগঞ্জ: অসময়ের শিলাবৃষ্টি ও ঝড়ে চাঁপাইনবাবগঞ্জের কিছু কিছু জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জেলার সব কটি উপজেলায় বজ্রসহ বৃষ্টিপাত হলেও ঝড় ও শিলা বৃষ্টি জেলার ৩/৪টি স্থানে হয়েছে।

বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানীহাটি এবং শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা, উজিরপুর ও পাঁকার চরাঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। এসব এলাকায় যে সমস্ত ফসল আছে, সেগুলো শিলা ও ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে শীত মৌসুমে শিলা বৃষ্টির কারণে শীতের প্রকোপ বাড়ায় দুর্ভোগে পড়বে মানুষ।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, শিলায় শুধুমাত্র শিবগঞ্জ উপজেলার কিছু এলাকার ফসলের ক্ষতি হয়েছে। অসময়ের বৃষ্টিতে সরিষা এবং স্ট্রবেরির ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে সমস্ত এলাকায় শিলাবৃষ্টি হয়েছে সে সমস্ত এলাকায় ফসলের ক্ষতি হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।