পটুয়াখালী: পটুয়াখালীতে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
সোমবার (৩১) মে দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকত ও মহিপুরের ভাঙন কবলিত এলাকা নিজামপুরের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন পটুয়াখালীর সদ্য বিদায়ী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. শহীদুল হক, কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মণ্ডল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হালিম সালেহী, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদারসহ অনেকে।
এসময় সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, খুব দ্রুতই ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হবে। স্থায়ী বাঁধ নির্মাণেরও পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী ডিসেম্বরে কুয়াকাটা থেকে কার্যকর বাঁধ নির্মাণ কাজ শুরু হবে।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলের সড়কগুলো গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই মোটরসাইকেলে চড়ে কলাপাড়ার নিজামপুরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন পানি সচিব।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মে ৩১, ২০২১
এসআই