ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

রংপুরে শীতার্তদের পাশে ‘আরএফএল বেস্ট বাই’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
রংপুরে শীতার্তদের পাশে ‘আরএফএল বেস্ট বাই’

ঢাকা: রংপুরের সুবিধাবঞ্চিত, দুস্থ ও শীতার্ত দরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে গৃহস্থালী সামগ্রীর বিক্রয় কেন্দ্র ‘আরএফএল বেস্ট বাই’।

সম্প্রতি রংপুরে ২০০ দরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।



‘আরএফএল বেস্ট বাই’- এর হেড অব মার্কেটিং দেওয়ান মো. মেহেদী হাসান বলেন, ‘শীতবস্ত্র না থাকায় দরিদ্র মানুষেরা শীতের সময় অনেক কষ্ট পায়। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা রংপুরের দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের এধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে’।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন আরএফএল বেস্ট বাই-এর ইনচার্জ মো. জুলফিকার আলী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (প্রশাসন) শরিফ উদ্দিন আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মাহাবুর আলম, এরিয়া ম্যানেজার ফয়সাল আহমেদসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।