ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

‘বিনিয়োগ’- এর এবারের অতিথি ডিএসই’র চেয়ারম্যান ইউনুসুর রহমান

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
‘বিনিয়োগ’- এর এবারের অতিথি ডিএসই’র চেয়ারম্যান ইউনুসুর রহমান

ঢাকা: দেশের পুঁজিবাজারের ধারাবাহিক উন্নয়নে সংশ্লিষ্ট সবাই কাজ করছেন। তবে এখনো অস্থির আছে দেশের শেয়ারবাজার।

এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বিনিয়োগকারীদের আশ্বস্ত করাসহ শক্তিশালী পুঁজিবাজার গঠনে করণীয়গুলো নিয়ে জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন বাংলায় এবার প্রচারিত হবে- অর্থনীতি ও শেয়ারবাজার বিষয়ক টক শো ‘বিনিয়োগ’।  

যেখানে এ পর্বের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ও সাবেক অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সিনিয়র সচিব ইউনুসুর রহমান।

রোববার (১৫ জানুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটে এ টক শো প্রচারিত হবে।

প্রসঙ্গত, দেশের অর্থনীতি ও শেয়ারবাজার বিষয়ক টক শো ‘বিনিয়োগ’ প্রতি রোববার এটিএন বাংলায় প্রচারিত হয়। যেখানে অর্থনৈতিক খাত, নীতি নির্ধারণী মহলে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।