ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

কর্পোরেট কর্নার

আরএসজিটির অত্যাধুনিক ক্রেনে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
আরএসজিটির অত্যাধুনিক ক্রেনে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ

ঢাকা: দেশের প্রথম বেসরকারি মালিকানাধীন কন্টেইনার টার্মিনাল, আরএসজিটি বাংলাদেশ, গর্বের সঙ্গে তার টার্মিনাল অবকাঠামোতে আরেকটি উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে।

সম্প্রতি ১৪টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন (আরটিজি)-এ ২৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পর, আরএসজিটি বাংলাদেশ আবারও চারটি অত্যাধুনিক শিপ-টু-শোর (এসটিএস) ক্রেনে প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

সানি মেরিন হেভি ইন্ডাস্ট্রি থেকে ক্রয়কৃত নতুন এসটিএস ক্রেনগুলো নির্মাণে ব্যবহৃত উন্নতমানের প্রযুক্তিগত উদ্ভাবন আরএসজিটি বাংলাদেশকে চট্টগ্রাম বন্দরে আসা বৃহত্তম মালবাহী জাহাজগুলোকে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সাহায্য করে। এই এসটিএস ক্রেনগুলো ২০২৬ সালের শুরুর দিকে স্থাপন করা হবে এবং এর মাধ্যমে আরএসজিটি বাংলাদেশের বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা ২৫০,০০০ টিইইউ (টুয়েন্টি-ফুট ইকুয়িভ্যালেন্ট ইউনিট) থেকে ৬০০,০০০ টিইইউ-এ বর্ধিত করবে যা এর পরিচালনার দক্ষতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং লজিস্টিক খরচ কমিয়ে দেবে।

চুক্তিটি চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ের গাওলাংগাং বাণিজ্যিক অঞ্চলের সানি ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ম্যানেজার আলতাফুল আজম, প্রকৌশল বিভাগের প্রধান (আরএসজিটি চট্টগ্রাম) ফেরদৌস রহমান, টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রধান (আরএসজিটি জেদ্দা) কোয়ান হি. হান, আরএসজিটি চট্টগ্রাম সিইও অ্যারউইন হেইজ, সানি-এর জেনারেল ম্যানেজার চেন জিং, বিদেশি বিক্রয় বিভাগের জিএম ট্যাং ওয়েইবিন, গবেষণা ও উন্নয়ন বিভাগের ভাইস ডিন এলভি গুওজেন, মেনা-এর ডেপুটি জিএম টং লিচাও।

আরএসজিটি বাংলাদেশের সিইও অ্যারউইন হেইজ বলেন, ‘সম্প্রতি ১৪টি আরটিজি ক্রেনে বিনিয়োগের পর, নতুন এসটিএস ক্রেনে বিনিয়োগ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি যেমন অপারেশনাল দক্ষতা বাড়াবে, একই সঙ্গে বাণিজ্যে সাপ্লাই চেইনের খরচ কমাবে। ’

তিনি বলেন, ‘আমরা চট্টগ্রাম বন্দরের অগ্রগতি এবং উন্নয়নে অত্যন্ত আনন্দিত। কাজের দক্ষতা নিশ্চিত করতে নৌপরিবহন মন্ত্রণালয়, এনবিআর, কাস্টমস এবং ইন্ড্রাস্ট্রি অ্যাসোসিয়েশনসহ অন্যান্য সংস্থা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং এই টার্মিনালের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছি। দেশের প্রথম বেসরকারি টার্মিনাল হিসেবে আমরা বাংলাদেশের ম্যারিটাইম অবকাঠামোর ও লজিস্টিকের অগ্রগতিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ’

আরএসজিটি বাংলাদেশ সম্পর্কে, ২০২৩ সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে একটি কনসেশন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত, আরএসজিটি বাংলাদেশ দেশের প্রথম বিদেশি চালিত টার্মিনাল। কোম্পানিটি অত্যাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো বিনিয়োগ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের ম্যারিটাইম ইন্ডাস্ট্রিকে নতুন রূপ দিতে নিবেদিত। বর্তমানে, আরএসজিটি বাংলাদেশে সরাসরি প্রায় ৩০০ জন এবং বহিরাগতভাবে অতিরিক্ত ২৮০ জন কর্মরত রয়েছে। পরিচালনার দক্ষতার ওপর জোর দিয়ে, আরএসজিটি বাংলাদেশের লজিস্টিক সেক্টরকে উন্নত করতে এবং বিশ্ব বাণিজ্যে তার অবস্থানকে শক্তিশালী করতে এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।