ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

কৃষানিদের সঙ্গে এসআইবিএল’র উঠান বৈঠক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
কৃষানিদের সঙ্গে এসআইবিএল’র উঠান বৈঠক

ঢাকা: সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) উদ্যোগে ঝিনাইদহ অঞ্চলের শতাধিক কৃষানিদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

 

উঠান বৈঠকে উপস্থিত কৃষানিদের সুবিধা-অসুবিধার কথা জাফর আলম মনোযোগ দিয়ে শোনেন। তারা জানান যে, এসআইবিএল’র কৃষি বিনিয়োগ নিয়ে তারা উপকৃত হচ্ছেন এবং নিজেদের স্বাবলম্বী করে তুলেছেন।  

এ সময় উপস্থিত ছিলেন- সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক, সোসিও ইকোনমিক হেলথ অ্যাডুকেশন অর্গানাইজেশনের (সিও) নির্বাহী পরিচালক মো. সামছুল আলম, এসআইবিএল এসএমই ডিভিশনের প্রধান সাদাত আহমাদ খান, যশোর শাখার ম্যানেজার মো. আবু বকর সিদ্দিক ও মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশনের এফএভিপি মো. হুমায়ুন কবীর।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।