ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষদিকে দল পেলেন সাকিব, খেলবেন কলকাতায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
শেষদিকে দল পেলেন সাকিব, খেলবেন কলকাতায়

প্রথম ডাকে অবিক্রীত থাকার পর দ্বিতীয় ডাকে কলকাতা নাইট রাইডার্স নিয়ে নিল লিটন দাসকে। একইসঙ্গে ভাগ্য খুলেছে সাকিব আল হাসানেরও।

একই দলে লিটনের সঙ্গী হচ্ছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

আজ কোচিতে অনুষ্ঠিত আইপিএলের নিলামের একদম শেষ দিকে গিয়ে সাকিবকে দলে ভেড়ায় কলকাতা। ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখেই এই অলরাউন্ডারকে কিনে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি। এর আগে ভিত্তিমূল্য ৫০ লাখে লিটনকে দলে ভেড়ায় তারা।  

২০১১ সাল থেকে আইপিএলের নিয়মিত মুখ সাকিব। ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর)। দুইটি শিরোপা জিতেছেন সেই দলের হয়ে। ২০১৮ ও ২০১৯ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন এই অলরাউন্ডার। তবে ২০২১ সালে আবারও ফেরেন কলকাতায়। এর পরের বছর তাকে ছেড়ে দেয় কেকেআর। আইপিএলে ৯ আসরে ৭১ ম্যাচ খেলে ৭৯৩ রান ও ৬৩ উইকেট নিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।