তামিলনাড়ুর পেসার গুরজাপনিত সিং ছিটকে গিয়েছেন চোটের কারণে। এতে কপাল খুলেছে দক্ষিণ আফ্রিকার ‘বেবি এবি’ খ্যাত ডেওয়াল্ড ব্রেভিসের।
গতকাল এক বিবৃতিতে ব্রেভিসকে দলে নেওয়ার বিষয়টি জানায় চেন্নাই। এদিকে গুরজাপনিত পেসার হলেও ব্রেভিস একজন ব্যাটার। তবে লেগ স্পিন বোলিংও করতে পারেন তিনি। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ৮১ ম্যাচ খেলেছেন দক্ষিন আফ্রিকান এই তরুণ। ১৪৪.৯৩ স্ট্রাইক রেটে করেছেন এক হাজার ৭৮৭ রান। একটি সেঞ্চুরিও রয়েছে তার। আর ফিফটি রয়েছে সাতটি।
আইপিএলে এর আগে ২০২২ ও ২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ব্রেভিস। দুই আসরে ১০ ম্যাচ খেলে ১৩৩.৭২ স্ট্রাইক রেটে ২৩০ রান এসেছে তার ব্যাট থেকে। এই ফ্র্যাঞ্চাইজি লিগ মাতাতে না পারলেও ব্রেভিস মাতিয়েছেন এসএ টোয়েন্টি। দক্ষিন আফ্রিকান এই লিগে গত আসরে ১৮৪.১৭ স্ট্রাইক রেটে ২৯১ রান করে তিনি ছিলেন ষষ্ঠ সর্বোচ্চ স্কোরার। ফাইনালে ১৮ বলে ৩৮ রানের ইনিংস খেলে এমআই কেপ টাউনের প্রথম শিরোপা জয়ে রাখেন বড় অবদান।
আইপিএলে সাত ম্যাচ খেলে দুই ম্যাচ জিতেছে চেন্নাই। পয়েন্ট তালিকার নিচের দিকেই রয়েছে তারা।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
আরইউ