ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নের নামে অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
ওয়ার্নের নামে অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ৬৪ হাজার ৮৭৬ জন দর্শকের বেশিরভাগই আজ পরে এসেছেন ‘ফ্লপি হ্যাট’। ঠোঁটে লাগিয়েছেন জিংক ক্রিম।

এসব যেন একজনকেই মনে করিয়ে দেয়, তিনি আর কেউ নন— শেন ওয়ার্ন। কিংবদন্তি এই লেগ স্পিনারের মৃত্যুর পর এমসিজিতে অনুষ্ঠিত হচ্ছে প্রথম টেস্ট। টেস্টের প্রথম দিনই এক ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এখন থেকে শেন ওয়ার্নের নামে বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটারের পুরস্কার দেবে তারা।

পুরস্কারটি ওয়ার্ন জিতেছিলেন ২০০৬ সালে। তর্কসাপেক্ষে ইতিহাসের সেরা এই বোলার ১৪৫ টেস্টে নিয়েছেন ৭০৮ উইকেট। গত মার্চে থাইল্যান্ডের এক রিসোর্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তাই ঘরের মাঠ এমসিজিতে আজ শ্রদ্ধা জানানো হয় তাকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ‘ফ্লপি হ্যাট’ পরে মাঠে নামেন অজি ক্রিকেটাররা।  

জাতীয় সংগীতের সময়ে ফ্লপি হ্যাট পরে মাঠে প্রবেশ করছেন অজি ক্রিকেটাররা

অস্ট্রেলিয়া সময় বিকাল ৩টা ৫০ মিনিটে সমর্থকরা দাঁড়িয়ে আবারও সম্মান জানান ওয়ার্নকে। কেননা অস্ট্রেলিয়ার ৩৫০ তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল ওয়ার্নের। মাঠের চার পাশে তখন কেবল শোনা যাচ্ছিল ‘ওয়ার্নি, ওয়ার্নি’ স্লোগান।

তা দেখে বিমোহিত ওয়ার্নের ছেলে জ্যাকসন ওয়ার্ন। তিনি বলেন, ‘এই সুখের পরিমাণ দুঃখের দশগুণ বেশি। সবার মুখে জিংক ক্রিম, মাথায় ফ্লপি হ্যাট দেখে অবিশ্বাস্য লাগছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের সামনে, শেন ওয়ার্ন স্ট্যান্ডের সামনে থাকাটা অসাধারণ। ’

ওয়ার্নের নামে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার দেওয়া প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী বলেন, ‘অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বকালের সেরাদের একজন হিসেবে ও উপযুক্ত হিসেবে চিরকালের জন্য এই পুরস্কারটি তার নামে করে টেস্ট ক্রিকেটে তার অসাধারণ অবদানকে স্বীকৃতি দিয়েছি আমরা। ’

এদিকে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকাকে কোনো পাত্তাই দেয়নি অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে মাত্র ১৮৯ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। ক্যামেরন গ্রিন ২৭ রান দিয়ে একাই নেন পাঁচ উইকেট। বিপরীতে ১ উইকেটে ৪৫ রান নিয়ে দিনশেষ করেছে অস্ট্রেলিয়া। শততম টেস্ট খেলতে নামা ডেভিড ওয়ার্নার ৩২ রান ও মার্নাস লাবুশেন ৫ রানে ক্রিজে টিকে আছেন। প্রোটিয়াদের হয়ে একমাত্র উইকেটটি কাগিসো রাবাদার। উসমান খাঁজাকে ১ রানের বেশি করতে দেননি এই পেসার।
 
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।