বৃহস্পতিবার দুপুর থেকে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের মধ্যে যেন উৎসবের মেজাজ। সাবেক ও বর্তমান ক্রিকেটাররা মিলিত হয়ে আড্ডায় মেতে উঠেছেন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও ভোট দিতে আসেন। তার গায়ে ছিল ধবধবে সাদা পাঞ্জাবি। তামিমকে ঘিরে সবসময় থাকে বাড়তি আগ্রহ। এবার আরও বেড়েছে বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা প্রকাশের পর। কোয়াব ঘিরেও তামিমকে নিয়ে গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত সভাপতি পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি।
এ নিয়ে জানতে চাইলে তামিম বলেন, ‘আপনারা জানেন আমি কী কারণে আসিনি। আশা করি বুঝতে পারবেন। ’ তামিমের ইঙ্গিতটা স্পষ্টভাবে বিসিবির নির্বাচনের দিকে।
কোয়াবের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এবং বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। বাকি ১০টি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। গত বছর রাজনৈতিক পরিবর্তনের পর সাবেক সভাপতি নাঈমুর রহমান ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল পদ ছেড়ে দেন। এরপর সেলিম শাহেদের তত্ত্বাবধানে আহ্বায়ক কমিটি গঠিত হয় যারা এবার নির্বাচনের ব্যবস্থাপনা করছেন।
তামিম বলেন, ‘কোয়াব পরিচালনায় এখনো কিছু ভুল-ভ্রান্তি থাকতে পারে, তবে ভবিষ্যতে তা ঠিক হয়ে যাবে। অনেক কিছু আছে যা নিয়ে প্রশ্ন উঠতে পারে যে এমন হতে পারত, অন্যভাবে হতে পারত। আমাদের মূল লক্ষ্য ছিল নির্বাচন সম্পন্ন করা এবং কমিটি গঠন করা। এরপর তাদের হাতে দুই বছরের সময় থাকবে, যার মধ্যে সব কিছু সিস্টেম্যাটিকভাবে ঠিক করা সম্ভব হবে। এখন পর্যন্ত যা দেখছি, তা খুবই সন্তোষজনক। ’
এফবি/আরইউ