ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বরিশালের সিদ্ধান্ত বদল, বিপিএলের বাকি সময় অধিনায়ক সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
বরিশালের সিদ্ধান্ত বদল, বিপিএলের বাকি সময় অধিনায়ক সাকিব

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসেছিলেন মেহেদী হাসান মিরাজই। তখনও বলা হয়েছিল অধিনায়ক নয়, তিনি এসেছেন ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে।

পরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস করতেও আসেন মিরাজ। অনেকটা চমকই ছিল ঘটনাটি।

পরে বরিশালের পক্ষ থেকে জানানো হয়, ম্যাচ বাই ম্যাচ অধিনায়কত্বে বদল আনবে তারা। এক ম্যাচ পরই ওই অবস্থান থেকে সরে এসেছে দলটি। আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, টুর্নামেন্টের বাকি সময় দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।  

টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি ফরচুন বরিশালের। সিলেটের বিপক্ষে মিরাজের নেতৃত্বে খেলতে নেমে ৬ উইকেটে হেরে যায় তারা। ওই ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী ছিলেন সাকিব। ৭ চার ও ৪ ছক্কায় ৩২ বলে ৬৭ রান করেন তিনি।

বাংলাদেশ সময় : ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।