নারী ক্রিকেটে নতুন ভোর দেখছে বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ফর ইন্ডিয়া (বিসিসিআই)। ছেলেদের মতো এবার নারীদের আইপিএল আয়োজন করবে তারা।
নারী আইপিএল শুরুর আগেই এর উত্তাপ টের পাওয়া গেল সম্প্রচার স্বত্বের নিলামে। যেখানে আগামী ৫ বছরের জন্য ৯৫১ কোটি রুপিতে টুর্নামেন্টটির সম্প্রচার স্বত্ব কিনেছে রিলায়েন্স ভায়াকম ১৮। বাংলাদেশি মুদ্রায় ১হাজার ২১১ কোটি টাকার বেশি। বিসিসিআইকে ম্যাচ প্রতি ৭.০৯ কোটি রুপি (৯ কোটি টাকারও বেশি) দেবে ভায়াকম ১৮।
আগামী ৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হতে পারে নারী আইপিএলের প্রথম আসর। যেখানে অংশ নেবে ছয়টি ফ্রাঞ্চাইজি। ছয়টি দলের মালিকানা পাবে, তা জানা যাবে আগামী ২৫ জানুয়ারি। প্রতি আসরে মোট ২২টি করে ম্যাচ হবে। রাউন্ড রবিন ভিত্তিতে খেলার পর টেবিলের সেরা দুই দল সরাসরি ফাইনাল খেলবে। ২০২৬ সাল থেকে দলের সংখ্যা বাড়িয়ে ১০ করার পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের।
পুরুষদের মতো নারীদের আইপিএলের দলও হবে শহরভিত্তিক। কলকাতা, আহমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, ইনদোর, লখনৌ এবং মুম্বাই রয়েছে তালিকায়।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এএইচএস