ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

জম্মু-কাশ্মীর থেকে বিসিসিআই’র সভাপতি, নতুন ইতিহাস লিখলেন মানহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩০, সেপ্টেম্বর ২৮, ২০২৫
জম্মু-কাশ্মীর থেকে বিসিসিআই’র সভাপতি, নতুন ইতিহাস লিখলেন মানহাস সংগৃহীত ছবি

ভারতীয় ক্রিকেট জগতে এক অভাবনীয় চমক দিয়ে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হলেন দিল্লির সাবেক অধিনায়ক মিথুন মানহাস।  

রজার বিনির প্রস্থানের পর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা রাজীব শুক্লা সহ-সভাপতি পদেই থাকছেন।

১৫৭টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন মানহাস বিসিসিআই-এর ৩৭তম সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন। এই আকস্মিক পরিবর্তনে দেশের ক্রিকেট মহল রীতিমতো বিস্মিত, কারণ এমনটা কেউ প্রত্যাশা করেনি।

মানহাসের এই নিয়োগের খবরটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন ভারতের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. জিতেন্দ্র সিং। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ লেখেন, “এটি একটি উদযাপনের মুহূর্ত! মিথুন মানহাসকে আনুষ্ঠানিকভাবে ‘বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া’ বা বিসিসিআই-এর নতুন সভাপতি ঘোষণা করা হয়েছে। একসময়ের জম্মু ও কাশ্মীরের অন্যতম প্রত্যন্ত অঞ্চল ডোডা জেলার জন্য এটি একটি সৌভাগ্যের রবিবার, যা ঘটনাচক্রে আমার নিজেরও জেলা। ”

মিথুন মানহাসের ক্রিকেট ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে ২৭টি শতরানসহ মোট ৯ হাজার ৭১৪ রানের এক অনবদ্য রেকর্ড রয়েছে। এছাড়াও লিস্ট এ ম্যাচে তিনি ৪ হাজার ১২৬ রান করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ তিনি দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স এবং চেন্নাই সুপার কিংস—এই তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন।  

ঘরোয়া ক্রিকেটে এমন দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও মানহাস কখনো ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ পাননি। ২০২২ মৌসুমে তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসের কোচ হিসেবেও কাজ করেছেন। এমনকি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পরামর্শক হিসেবেও কাজ করেছেন তিনি।

২০১৬-১৭ সালে গৌতম গম্ভীর দিল্লির অধিনায়ক হিসেবে ফিরে আসার পর, মানহাস জম্মু ও কাশ্মীর দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে এক মৌসুম খেলার পর তিনি রাজ্য ক্রিকেট সংস্থার প্রশাসনিক দায়িত্ব নেন, যার মূল উদ্দেশ্য ছিল সংস্থাটির অভ্যন্তরীণ সমস্যা সমাধান করা।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।