বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। তবে ক্রিকেট প্রশাসন থেকে দূরে যাচ্ছেন না তিনি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন রাজ্জাক। এর আগে নির্বাচকের দায়িত্ব ছাড়তে সিলেট থেকে ঢাকায় এসে বিসিবি কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিসিবি পদত্যাগপত্র গ্রহণও করেছে।
২০২১ সালে নির্বাচক কমিটিতে যোগ দেন রাজ্জাক। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭৯ উইকেট শিকার করা এই স্পিনার নির্বাচকের আসন ছেড়ে দিলেন এবার পরিচালনার দৌড়ে নাম লেখাতে।
বিসিবির নির্বাচনে মনোনয়ন ফর্ম বিক্রি চলছে আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
এদিনই মনোনয়ন সংগ্রহ করেছেন আরও কয়েকজন প্রার্থী। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে মনোনয়ন নেন রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের কাউন্সিলর মিনহাজ উদ্দীন খানের মাধ্যমে। এছাড়া ট্যালেন্ট হান্ট ক্রিকেট ক্লাবের কাউন্সিলর নাজমুল ইসলাম (ক্যাটাগরি-বি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেবব্রত পাল (ক্যাটাগরি-সি) মনোনয়ন সংগ্রহ করেছেন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী—
জেলা ও বিভাগীয় ক্যাটাগরি: ৭১ জন কাউন্সিলরের ভোটে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে।
ক্লাব ক্যাটাগরি: ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক।
বিশ্ববিদ্যালয় ও সংস্থা ক্যাটাগরি: ৪৫ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক।
এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হবেন আরও দুইজন পরিচালক।
এফএম/এমএইচএম