ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্রামে সোহান, আজ রংপুরের অধিনায়ক মালিক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
বিশ্রামে সোহান, আজ রংপুরের অধিনায়ক মালিক

চট্টগ্রাম থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্স দল গড়েছিল নুরুল হাসান সোহানকে ঘিরে। সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছিল, দিয়েছে অধিনায়কত্বের ভার।

রংপুরের জন্য ধাক্কা, ইনজুরিতে বিশ্রামে যেতে হচ্ছে সোহানকে।

সাইড স্ট্রেইন ইনজুরিতে রোববার দলের অনুশীলনে সোহান খেলেছিলেন কেবল তিন বল। পরে ব্যথা নিয়ে দলের আগেই হোটেলে ফিরে যান রংপুর অধিনায়ক। এবার তার ছিটকে যাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে রংপুর।

তারা লিখেছে, ‘মৃদু ইনজুরিতে রাইডার্স ক্যাপ্টেন। সাইড স্ট্রেইন ইনজুরিতে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। দিন কয়েকের বিশ্রাম শেষে পূর্নাঙ্গ ফিট হয়ে জয়ের লড়াইয়ে ফিরবেন ক্যাপ্টেন, প্রত্যাশা দলের ফিজিও'র। ’ সোহান না থাকায় আজ খুলনা টাইগার্সের বিপক্ষে রংপুরের অধিনায়কত্ব করবেন শোয়েব মালিক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।  

এবারের বিপিএলে এখন অবধি তিন ইনিংসে মাঠে নেমেছেন সোহান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয়ের ম্যাচে ১৯ রানে অপরাজিত থাকেন তিনি। পরের দুই ম্যাচে ফরচুন বরিশালের সঙ্গে ১২ ও খুলনা টাইগার্সের বিপক্ষে ১০ রান করেন তিনি।

৩ ম্যাচে ২ জয় ও ১ হারে পয়েন্ট টেবিলের তিনে আছে রংপুর। ৫ ম্যাচের সবগুলোতে জিতে সবার উপরে সিলেট স্ট্রাইকার্স। আর ৪ ম্যাচে তিন জয়ে দুইয়ে আছে বরিশাল।

বাংলাদেশ সময় : ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet