ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ওয়ানডে দিয়ে শুরু হবে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
ওয়ানডে দিয়ে শুরু হবে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মার্চে বাংলাদেশ সফর করবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সফরের শুরুটা হবে ওয়ানডে সিরিজ দিয়ে।

সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তিন বছর পর আবারও পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে সিলেট। সবশেষ ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেছিল বাংলাদেশ।

খসড়া সূচি অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৮, ২০ ও ২৩ মার্চ। এরপর চট্টগ্রামে চলে যাবে দুই দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। যা অনুষ্ঠিত হবে ২৬, ২৮ ও ৩০ মার্চ।  একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ৪ থেকে ৮ এপ্রিল পর্যন্ত। তবে টেস্ট ম্যাচ শুরুর তারিখ এক ম্যাচ এগিয়ে আনতে পারে বিসিবি। আগামী ১২ অথবা ১৩ মার্চ বাংলাদেশে পা রাখবে আয়ারল্যান্ড।

এদিকে আয়ারল্যান্ড সিরিজের আগে ঘরের মাঠে ইংল্যান্ডকে আমন্ত্রণ জানাবে বাংলাদেশ ক্রিকেট দল। তাই খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না সাকিব-তামিমরা।  ১ থেকে ১৪ মার্চ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড।   

একনজরে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর:

 তারিখ   ম্যাচ  ভেন্যু
 ১৮ মার্চ  প্রথম ওয়ানডে  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
 ২০ মার্চ  দ্বিতীয় ওয়ানডে  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
 ২৩ মার্চ  তৃতীয় ওয়ানডে  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
 ২৬ মার্চ  প্রথম টি-টোয়েন্টি  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
 ২৮ মার্চ  দ্বিতীয় টি-টোয়েন্টি  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম 
 ৩০ মার্চ  তৃতীয় টি-টোয়েন্টি  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
 ৪-৮ এপ্রিল   একমাত্র টেস্ট  শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা

 

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।