ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

হাথুরুসিংহে ফেরায় সবার জন্য ভালো দেখছেন মিরাজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
হাথুরুসিংহে ফেরায় সবার জন্য ভালো দেখছেন মিরাজ

সাড়ে ৩ বছর বাংলাদেশের হেড কোচের দায়িত্ব পালন করেছেন। এরপর হুট করেই চাকরি ছেড়ে দেন চান্দিকা হাথুরুসিংহে।

বোর্ডের অনুরোধ রাখেননি, করেননি যোগাযোগও। সেই হাথুরুসিংহেই আবার ফিরছেন জাতীয় দলের কোচ হয়ে।

তার অধীনে এমনিতে বেশ সফল ছিল দল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, ঘরের মাঠে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানো; সবই ঘটেছে তার সময়ে। বাংলাদেশের সংস্কৃতি জানায় হাথুরুর ফেরায় সবার জন্য ভালো দেখছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বৃহস্পতিবার বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের এক অনুষ্ঠানের পর তিনি বলেছেন, ‘আমার অভিষেকের সময় হাথুরুসিংহে কোচ ছিলেন। বাংলাদেশের সব কিছুই তিনি জানেন। তিনি প্রত্যেক খেলোয়াড়কে চেনেন, পরিবেশ-পরিস্থিতির সঙ্গেও অভ্যস্ত। কোন জায়গায় উন্নতি করতে হবে, কোন জায়গা নিয়ে কাজ করতে হবে, এটা নতুন কোনো কোচের জন্য চিন্তা করা কঠিন। তার এই সমস্যা থাকবে না। ’

‘তিনি সবাইকে নিয়ে আগে কাজ করেছেন। কাকে নিয়ে কী করতে হবে, তিনি এটা ভালো জানেন। তাই খেলোয়াড় থেকে শুরু করে সবার জন্যই এটা ভালো কাজ করবে। ’

বিপিএলে ৯ ম্যাচে ৬ জয় আর ৩ হার নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মিরাজের দল বরিশাল। সর্বশেষ ম্যাচে তারা হেরে যায় ঢাকা ডমিনেটর্সের কাছে। সেরা দুইয়ে থেকে প্লে অফ খেলতে বাকি ম্যাচগুলো জেতা জরুরি বরিশালের।

মিরাজ বলছিলেন, ‘প্রত্যেক ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবশেষ ম্যাচে হেরেছি। আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। পরের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। বাকি তিনটি ম্যাচই জিততে পারলে শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করতে পারব। সেক্ষেত্রে সুযোগ পাওয়া যাবে বেশি। ’

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।