ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় ওয়ানডের দলে শামীম পাটোয়ারী

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
দ্বিতীয় ওয়ানডের দলে শামীম পাটোয়ারী

একের পর এক সুখবর পাচ্ছেন শামীম পাটোয়ারী। বুধবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচে দলে ডাক পান তিনি।

এবার ২২ বছর বয়সী অলরাউন্ডারকে নেওয়া হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের বাংলাদেশ দলে।

টি-টোয়েন্টি দলে লম্বা সময় পর প্রত্যাবর্তন হয়েছে শামীমের, এবার জায়গা হলো ওয়ানডেতেও। ১০ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫.৫০ গড় ও ১১১.১৭ স্ট্রাইক রেটে ১২৪ রান করেছেন তিনি। টি-টোয়েন্টি খেললেও এবারই প্রথম জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন শামীম।  

লিস্ট-এ ক্রিকেটে এখন অবধি ৩৯ ম্যাচের ক্যারিয়ারে ৩৫ ইনিংসে মাঠে নেমেছেন শামীম। ৩১.৭৯ গড় ও ৮৩.১৮ স্ট্রাইক রেটে ৯২২ রান করেছেন। বল হাতে আছে ১৬ উইকেট।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ খেলবে তামিম ইকবালের দল। ৯ মার্চ চট্টগ্রামে হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড :

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন।

বাংলাদেশ সময় : ১৯২৭ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।