আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের আসর। টুর্নামেন্টকে সামনে রেখে ভারতীয় দলে জায়গা পাওয়া নিয়ে চলছে নানা জল্পনা।
তবে ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস্টার জানিয়েছে, আগামীকাল ঘোষিতব্য দলে এই দুই তরুণ তারকার অন্তর্ভুক্তি নাও হতে পারে। গৌতম গম্ভীরের কোচিংয়ে দুর্দান্ত সাফল্য পাওয়া মূল স্কোয়াডই ধরে রাখার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।
গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত খেলা ১৫টি টি-টোয়েন্টির মধ্যে ভারত জিতেছে ১৩টিতেই। এই পরিসংখ্যানই ম্যানেজমেন্টকে স্থিতিশীলতা ধরে রাখতে উৎসাহিত করছে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল বর্তমানে দারুণ ফর্মে রয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে ৭৫.৪০ গড়ে ৭৫৪ রান করেছেন তিনি, যেখানে ছিল চারটি শতক ও ২৬৯ রানের এক ইনিংস। সেই পারফরম্যান্সে জুলাই মাসে আইসিসির মাসসেরা ক্রিকেটারও হয়েছেন গিল। চলতি বছর ১৪ ম্যাচে ১২৩৪ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি, নামের পাশে ছয়টি শতক ও দুটি অর্ধশতক রয়েছে।
অন্যদিকে, যশস্বী জয়সওয়ালও সমান ছন্দে রয়েছেন। তবু সংযুক্ত আরব আমিরাতের ধীর গতির উইকেট বিবেচনায় ভারতীয় ম্যানেজমেন্ট অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটারদের ওপরই ভরসা রাখতে চাইছে। সে কারণে শ্রেয়াস আইয়ার ও জিতেশ শর্মার দলে থাকার সম্ভাবনাই বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরইউ