ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্রেক থ্রু এনে দিলেন তাসকিন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
ব্রেক থ্রু এনে দিলেন তাসকিন ছবি: শোয়েব মিথুন

ওপেনার দুজনই ডানহাতি। তাই দুই প্রান্ত দিয়ে বাঁহাতি স্পিনারের হাতে বল তুলে দিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

কিন্তু প্রথম পাঁচ ওভারে সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম কেউই ব্রেক থ্রু এনে দিতে পারেননি। তাইজুলের জায়গায় তাসকিন আহমেদ আসলেও প্রথম ওভারে খালি হাতে ফিরতে হয় তাকে। তবে নিজের দ্বিতীয় ওভারে ঠিকই সফল ডানহাতি এই পেসার। তার হাত ধরেই দ্বিতীয় ওয়ানডেতে উইকেটের দেখা পেল বাংলাদেশ।

সপ্তম ওভারের তৃতীয় বলে কাভার পয়েন্ট দিয়ে সজোরে ব্যাট চালান ফিল সল্ট। কিন্তু বল তার ব্যাটে চুমু খেয়ে সোজা চলে যায় স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে। তাই ব্যক্তিগত ৭ রানেই থামতে হয় এই ওপেনারকে। ইংল্যান্ডের সংগ্রহ তখন ২৫ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে  ১ উইকেট হারিয়ে ৩৬ রান করেছে সফরকারীরা। জেসন রয় ২৮ রান ও দাভিদ মালান ১ রানে ব্যাট করছেন।   

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এদিনও টস জিতে বাংলাদেশ। তবে আগের ম্যাচেও শুরুতে ব্যাটিং নিলেও এবার আগে বোলিং নেন তামিম। একাদশ অপরিবর্তিতই থাকে, অন্যদিকে দুই পরিবর্তন আনে প্রথম ম্যাচ জেতা ইংল্যান্ড। জফরা আর্চার ও ক্রিস ওকসের পরিবর্তে একাদশে ঢুকেন সাকিব মাহমুদ ও স্যাম কারান।   

বাংলাদেশ সময়: ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।