ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

লিটনের আইপিএল অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে : সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
লিটনের আইপিএল অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে : সাকিব

সাকিব আল হাসানের খেলার কথা ছিল এবারের আইপিএলে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স থেকে শেষদিকে নিজের নাম সরিয়ে নেন তিনি।

তার বদলে দলটি নিয়েছে জেসন রয়কে। সাকিবের ব্যস্ততা এখন মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে।

আজ মঙ্গলবারও ফতুল্লায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সাকিব মাঠে নামেন। ম্যাচটিতে ১০ রানে জয় পায় মোহামেডান। এরপর সন্ধ্যায় একটি কফি শপের উদ্বোধন অনুষ্ঠানে যান। এ সময় আইপিএল দেখছেন কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘খুব বেশি আইপিএল দেখা হচ্ছে না, প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত। ’

সাকিব না গেলেও কলকাতার হয়ে আইপিএল খেলতে গেছেন তার জাতীয় দলের সতীর্থ লিটন কুমার দাস। ইতোমধ্যে দলের হয়ে অনুশীলনও শুরু করেছেন তিনি। তার জন্য কি সাকিবের কোনো বার্তা আছে? সাকিব জানান, যথেষ্ট লিটনের অভিজ্ঞতা আছে। তার এই আইপিএল খেলা বিশ্বকাপেও কাজে লাগবে বলে বিশ্বাস সাকিবের।

তিনি বলেন, ‘কোনো পরামর্শ দেইনি। এ বিষয়ে কোনো কথাও হয়নি। তবে আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। সেখানে গিয়ে তার যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে। একইসঙ্গে সে যদি সুযোগ পায়, আমি চাইবো সেটা যেন উপভোগ করে, এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, নিজের মতো খেলতে পারে তাহলে সফল হবে। ’

জাতীয় দলের পরবর্তী মিশন আয়ারল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের চেমসফোর্ডে তাদের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সাকিব জানিয়েছেন এ সিরিজের প্রত্যাশার কথাও।

তিনি বলেন, ‘আগে তো ওদের সঙ্গে খেলেছি ওখানে ৩-০ তে জিতেছি আমরা। চেষ্টা থাকবে একই ফল করার জন্য। যদিও ভিন্ন কন্ডিশন, ইংল্যান্ডে খেলা হবে। যেভাবে আমরা ওয়ানডে খেলছি, ওভাবেই খেলতে চেষ্টা করবো। ’

বাংলাদেশ সময় : ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।