ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ভালো প্রস্তুতির’ স্বস্তি নিয়ে শ্রীলঙ্কা গেল মেয়েরা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
‘ভালো প্রস্তুতির’ স্বস্তি নিয়ে শ্রীলঙ্কা গেল মেয়েরা

মেয়েদের ক্রিকেটে ধীরে ধীরে শক্তিশালী দল হয়ে উঠছে বাংলাদেশ। প্রতিবার বিশ্বকাপের জন্য বাছাই পর্ব খেলতে হয় তাদের।

আইসিসি উমেন্স চ্যাম্পিয়নশিপে নাম লেখানোয় এখন বাংলাদেশের সেটি থেকে বের হওয়ার সুযোগ। যদিও শুরুটা ভালো হয়নি নিগার  সুলতানা জ্যোতিদের।  

গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। একটি ম্যাচও জিততে পারেনি সেবার। এবার তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে মঙ্গলবার দুপুর একটায় উড়াল দেয় বাংলাদেশ। ওয়ানডে ম্যাচগুলো জিততে পারলে আছে সরাসরি বিশ্বকাপে খেলার হাতছানি।  

এ নিয়ে শ্রীলঙ্কা যাওয়ার আগে মিরপুরে সাংবাদিকদের অলরাউন্ডার জাহানারা আলম বলেছেন, ‘এখান থেকে কিছু পয়েন্ট অর্জন করে এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের জন্যই ভালো হবে। এদিক থেকে বড় একটা রোল প্লে করবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার রাউন্ড। অবশ্যই আর বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউন্ড খেলতে চাই না। একটা হয়েছে নিউজিল্যান্ডে। দ্বিতীয় দ্বিপাক্ষীক সিরিজ হচ্ছে শ্রীলঙ্কায়। আমরা চেষ্টা করব, যতটা সম্ভব পয়েন্ট অর্জন করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ’

শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিতে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ক্যাম্প করেছে বাংলাদেশ দল। লঙ্কান কোচ হাসান তিলাকারাত্নে ছিলেন তত্ত্ববধানে। দেশ ছাড়ার আগে জাহানারা আলমের কণ্ঠে ছিল ভালো প্রস্তুতির স্বস্তি। দারুণ কিছু করার প্রত্যয়ও জানান তিনি।  

জাহানারা বলেন, ‘নির্ভর করছে আমাদের পারফরম্যান্সের উপরে। তারা তাদের ঘরের মাঠে খেলবে। তারা চেষ্টা করবে ওইভাবে পিচ তৈরি করার। কন্ডিশনটাও ওদের অনুকূলে থাকবে। আমরা জানি যে, শ্রীলঙ্কায় অনেক গরম। গরমটা আমাদের জন্য অনেক বেশি ফ্যাক্ট হবে বলে মনে হয় না। তবে তারা হয়তো ওইভাবে ব্যাটিং ট্র্যাক করার চেষ্টা করছে। আমি যতটুকু জেনেছি। ’

‘আশা করছি যে, কঠিন তেমন কিছুই না। আমাদের প্রস্তুতি ভালো আছে। খুলনায় আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আমার মনে হয় যে, ভালো লড়াই হবে। ভালো ফল নিয়ে আসতে পারব, ইনশাল্লাহ। ’

একই সুর ছিল আরেক ক্রিকেটার ফারজানা হক পিংকির কণ্ঠেও, ‘আমাদের একটা পরিকল্পনা ছিল এই সিরিজটা নিয়ে। ওইভাবে গুছিয়ে এমন একটা ফ্যাসিলিটিতে গিয়েছি যেখানে আমরা অনেক সুযোগ-সুবিধা পাই। আপনারা জানেন, খুলনায় সবসময় বড় সুযোগ-সুবিধা দিয়ে প্র্যাকটিস করা হয়। ওই টাইমটায় আমরা সবাই চেষ্টা করেছি, যতটুকু বেস্ট ফ্যাসিলিটজের সুবিধা নিয়ে অনুশীলন করা যায়। আমাদের প্রস্তুতি আমাদের অনেক ভালো হয়েছে। ’

বাংলাদেশ সময় : ১৮১৯ ঘণ্টা, ২৫ এপ্রিল, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।