ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে দ্বিতীয় ওয়ানডের টসে দেরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মে ১২, ২০২৩
বৃষ্টিতে দ্বিতীয় ওয়ানডের টসে দেরি

বাংলাদেশের জন্য সিরিজটির ওই অর্থে কোনো গুরুত্বই ছিল না। আয়ারল্যান্ডের জন্য যেটুকু ছিল, তাও প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর শেষ হয়েছে।

সফরকারীদের ৩-০ ব্যবধানে হারাতে পারলে সরাসরি বিশ্বকাপ খেলতো তারা। কিন্তু এখন দক্ষিণ আফ্রিকার খেলা নিশ্চিত হয়েছে।  

গুরুত্ব কমে যাওয়া দ্বিতীয় ওয়ানডের শুরুতেও বাধা হয়েছে বৃষ্টি। বাংলাদেশ সময় ৩টা ১৫ মিনিটে টস হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। ইংল্যান্ডের চেমসফোর্ডে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে বলে টুইটারে জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।  

মাঠ পরিদর্শনে নেমেছিলেন আম্পায়াররাও। কিন্তু তারা নির্দিষ্ট করে জানাতে পারেননি কখন শুরু হবে ম্যাচ। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পুরো ৫০ ওভার ব্যাট করে। মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে করে ২৪৬ রান।  

পরে ব্যাটিংয়ে নামে আয়ারল্য্যান্ডও। ১৬ ওভার ৩ বল খেলে ৩ উইকেট হারিয়ে তারা ৬৫ রান করার পর বৃষ্টি নেমে আসে। পরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। সিরিজের শেষ ওয়ানডে হবে ১৪ মে, একই ভেন্যুতে।  

বাংলাদেশ সময় : ১৫২৮ ঘণ্টা, ১২ মে, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।