ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের নতুন কোচ ড্যারেন স্যামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মে ১২, ২০২৩
ওয়েস্ট ইন্ডিজের নতুন কোচ ড্যারেন স্যামি

ওয়েস্ট ইন্ডিজের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামিকে কোচিংয়ের দায়িত্বে এনেছে দেশটির ক্রিকেট বোর্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের হয়ে দায়িত্ব পালন করবেন তিনি।

আর অন্তর্বতীকালীন কোচ হিসেবে থাকা আন্দ্রে কোলিকে নিযুক্ত করেছে টেস্ট ও ‘এ’ দলের কোচ হিসেবে।  

আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্বে জিম্বাবুয়েতে আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হবে স্যামির প্রথম। আর ভারতের বিপক্ষে ঘরের মাঠে আগামী জুলাইয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে কোলির প্রথম।  

ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করেছেন স্যামি। ২০১২ ও ২০১৬ আসরে তার নেতৃত্বে দল জেতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। খেলোয়াড়ী জীবন থেকে অবসর নেওয়ার পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফ্রাঞ্চাইজির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।  

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মে ১২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।