ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট অনেক সময় নিয়ে নিচ্ছে, পরিবারের ধৈর্যও শেষ: পাপন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ২০, ২০২৩
ক্রিকেট অনেক সময় নিয়ে নিচ্ছে, পরিবারের ধৈর্যও শেষ: পাপন

সকাল থেকেই মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজা উৎসবমুখর। সাবেক-বর্তমান ক্রিকেটারদের পদচারনায় মুখর হয়ে থাকলো চারপাশ।

শনিবার ছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। এদিন হয়েছে সংগঠনটির নতুন নেতৃত্ব বেছে নেওয়াও।  

যদিও কোনো বদল আসেনি এখানে। সভাপতি নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক হিসেবে থেকে গেছেন দেবব্রত পাল। কোয়াবের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় ব্যক্তিগত একটি প্রসঙ্গ টানেন তিনি।  

পাপন বলেন, ‘আমি আপনাদেরকে একটা কথা বলি। আমি অনেকগুলো জিনিসের সঙ্গে জড়িত আপনারা সবাই জানেন। কিন্তু ক্রিকেটই আমার সব সময় নিয়ে নিচ্ছে। এত সময় দেওয়াটা খুব কঠিন। আমার সবাই এখন অভিযোগ শুরু করেছে, ফ্যামিলি থেকে তো একটা ধৈর্যের সীমা আছে। এখন তো আর কথাই বলে না বলতে গেলে। ’ 

‘কোনো একটা প্রোগ্রাম হলে যদি জিজ্ঞেস করে পাপন ভাই যাবে তো- আমার স্ত্রী সরাসরি বলে দেয় আমি জানি না। ওকে ছাড়াই চিন্তা করেন। এ হলো অবস্থা আমার। ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। এ সমস্ত জায়গায়ও অনেক সময় দিতে হয়। এরকম একটা সংগঠন চালাতে গেলে সময় না দিলে খুব কঠিন। ’

বক্তব্যের শুরুতে পাপন জানান, কীভাবে ক্রিকেটের মাধ্যমে পুরো বিশ্বের কাছে পৌঁছেছে বাংলাদেশ, টানেন মোহাম্মদ আশরাফুলকে চেনার কথাও। পরে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে কেউ এগিয়ে না আসায় হতাশা প্রকাশ করেন পাপন। তিনি জানান, কোয়াবের নেতৃত্ব দিতে সময় দিতে হবে।  

তিনি আরও বলেন, ‘আমাকে সবাই খুব মিশুক মানুষ বলেই জানতো। ক্রিকেটে আসছি আর বলে আমি রাগী। আচ্ছা আমি রাগী হলাম কবে! সবাই মনে করে আমি খুব রাগী। সেদিন একটি অনুষ্ঠানে গেলাম সবার খুব অনুরোধ আমি যেন একবার যাই। একটা পারিবারিক অনুষ্ঠান। সব দেখি আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকে, বসে। ’ 

‘আমি বললাম কী ব্যাপার, আমার আশেপাশে সব চেয়ার খালি; আপনারা এখানে আসেন। পরে যখন অনুষ্ঠান শেষে আসছি বলে আমরা ভয় পাচ্ছিলাম আপনি অনেক রাগী। আচ্ছা আমাকে রাগী মনে হবে কেন বলেন তো। আমি তো সবার সঙ্গে খুব ক্লোজলি মিশি। ’

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ২০, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।