ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

ক্রিকেট

খুব বেশি কথা না হলেও সাকিবের কাছ থেকে শিখেছেন মুশফিক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, জুন ৮, ২০২৩
খুব বেশি কথা না হলেও সাকিবের কাছ থেকে শিখেছেন মুশফিক ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান এসেছেন কেবল রানিংয়ের জন্য। আঙুলের চোট তাকে ছিটকে দিয়েছে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে।

মুশফিক হাসানের জন্য সবকিছুই স্বপ্নের মতো, প্রথমবারের মতো তিনি সুযোগ পেয়েছেন জাতীয় দলে।

তরুণ পেসারের সঙ্গে হাত মিলিয়ে সাকিব জানিয়েছেন অভিনন্দন। টেস্ট অধিনায়ক মুশফিককে চেনেন আরও আগে থেকেই। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দুজনই খেলেছেন মোহামেডানের হয়ে। এই টুর্নামেন্টে ওভার প্রতি ৫.২৬ গড়ে রান দিয়ে ৯ ম্যাচে ১০ উইকেট নেন মুশফিক। তখন কি আলাদা করে সাকিবের সঙ্গে কোনো কথা হয়েছে?

এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের মুশফিক বলেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে ওভাবে কথা হয়নি। উনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। অনেক সাহায্য করেছেন। ওরকম ভাবে কথা হয়নি। যখন মাঠে খেলছিলাম, তখন বুঝিয়ে দিয়েছেন এটা করো, ওটা করো। জিজ্ঞাসা করেছি, সুন্দরভাবে উত্তর দিয়েছেন। ’

জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে তিনি বলেন, ‘আলহামদুল্লিলাহ, অনেক ভালো লাগছে। এখানে আজকে ক্যাম্পে যোগ দিলাম। মানে কোনো কিছু মনে হচ্ছে না। অ্যালান ডোনাল্ডের সঙ্গে আগে কাজ করছিলাম। আমাকে স্বাগত জানিয়েছেন। বলেছেন ভালো। ’

বোলিংয়ে নিজের শক্তির জায়গা নিয়ে মুশফিকের ভাষ্য, ‘আমি প্রথমে লাইন- লেংথ, অ্যাকুরেসি এগুলো প্রথমে অ্যাডজাস্ট করি। তারপর জোর। এখান থেকে মনে হয় ভালো অনুভব করছি। ’

বাংলাদেশ সময় : ১৭২৯ ঘণ্টা, জুন ০৮, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।