ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতে বোল্ড আউট হয়ে বোলারকে হত্যা করলো ব্যাটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জুন ২১, ২০২৩
ভারতে বোল্ড আউট হয়ে বোলারকে হত্যা করলো ব্যাটার

ক্রিকেট মাঠে খেলোয়াড়দের রাগারাগি অথবা সংঘর্ষের ঘটনা নতুন নয়। কিন্তু এবার ভারতে ঘটে গেল বিরল এক ঘটনা।

ক্রিকেট ম্যাচে বোল্ড আউট হওয়ার কারণে ১৪ বছরের এক কিশোরকে হত্যা করে বসেছে ১৭ বছরের এক তরুণ।  

ভারতের উত্তর প্রদেশের কানপুরের ঘতমপুর এলাকার রাহতি ডেরা গ্রামে এই ঘটনা ঘটে। ম্যাচ চলাকালীন বোল্ড আউটের শিকার হন ব্যাট করতে থাকা ১৭ বছর বয়সী তরুণ। সেই রাগের জের ধরে বোলিং করা ১৪ বছরের তরুণকে গলা টিপে ধরে সে। শ্বাসরোধ হয়ে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বোলার।  

হত্যার শিকার হওয়া তরুণের পরিবার স্থানীয় থানায় খুনের অভিযোগ দায়ের করেছে। এই ব্যাপারে ওই থানার পুলিশ জানায়, মৃত কিশোরের দুই ভাই এবং চার বোন রয়েছে। তার বাবা এক জন কৃষক।  

হত্যার এই ঘটনা যে শুধু ক্রিকেট ঘিরেই হয়েছে তা অবশ্য ঠিক নয়। আগেও হত্যার শিকার হওয়া তরুণের চাচিকে পিটিয়ে খুন করেছিল অভিযুক্ত তরুণের পরিবারের সদস্যরা। বিষয়টি সংবাদমাধ্যমকে জানায় গ্রামের মানুষজন। এই ঘটনার সঙ্গে আগের ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুন ২১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।