ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাসকিনের উইকেটের সেঞ্চুরি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৫, সেপ্টেম্বর ২৫, ২০২৫
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাসকিনের উইকেটের সেঞ্চুরি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাসকিনের উইকেটের সেঞ্চুরি

তৃতীয় বাংলাদেশি পেসার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তাসকিন আহমেদ। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই নতুন ইতিহাস লিখলেন তাসকিন।

ইনিংসের প্রথম ওভারেই ইনফর্ম ওপেনার সাহিবজাদা ফারহানকে সাজঘরে ফেরান তিনি। সেই উইকেটেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্পর্শ করলেন ১০০ উইকেটের মাইলফলক। ৮২তম ম্যাচ খেলে এই অর্জন করলেন তাসকিন। বাংলাদেশের হয়ে এর আগে একশ উইকেট ছুঁয়েছেন কেবল মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। মোস্তাফিজ পৌঁছেছিলেন ৮১তম ম্যাচে, সাকিবের লেগেছিল ৮৪ ম্যাচ।

ম্যাচ সংখ্যার বিচারে তাসকিন আছেন দ্বিতীয় স্থানে। তবে বলের হিসেবে তিনিই এখন সবার সেরা। মাত্র ১৭০১ বল করে শত উইকেটের দেখা পেয়েছেন তিনি। মোস্তাফিজের লেগেছিল ১৭৩৩ বল, আর সাকিবের দরকার হয়েছিল ১৮৪৯ বল।

বাংলাদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজুর রহমান। যিনি ইতোমধ্যেই ১৫০ উইকেট শিকার করেছেন। তার ঠিক পেছনেই আছেন সাকিব আল হাসান ১৪৯ উইকেট নিয়ে। আর তৃতীয় স্থানে জায়গা করে নিলেন তাসকিন আহমেদ৷ তার ঝুলিতে এখন শত উইকেট। এরপর আছেন শেখ মেহেদী ৬২ উইকেট এবং শরিফুল ইসলাম ৫৮ উইকেট নিয়ে।

এফবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।