ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হারমানপ্রিতের আচরণ নয়, পাপন কথা বলতে চান নিগারদের সাফল্য নিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
হারমানপ্রিতের আচরণ নয়, পাপন কথা বলতে চান নিগারদের সাফল্য নিয়ে

হতাশা, রাগ বা ক্ষোভ— সবকিছুকেই যেন ছাড়িয়ে গিয়েছিলেন হারমানপ্রিত কৌর। ভারত নারী দলের অধিনায়ক নিজের আউট নিয়ে অসন্তুষ্ট হয়ে মাঠেই ভাঙেন স্টাম্প।

এরপর বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষেও বেশ কিছু মন্তব্য করেন তিনি। প্রতিপক্ষের জন্য সেসব ছিল অসম্মানজনক।  

সিরিজের ট্রফি নিয়ে ফটোসেশনের সময় আম্পায়ারদের আসতে বলেন তিনি। পরে এ নিয়ে ক্ষোভ জানিয়ে দল নিয়ে ড্রেসিংরুমে ফেরেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। হারমানের আচরণ নিয়ে অসন্তোষ জানান নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।  

তবে এ নিয়ে কথা বলতে চাননি বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। রোববার সোনারগাঁ হোটেলে নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা করেন বিসিবি সভাপতি। এরপর ঘোষণা দেন ৩৫ লাখ টাকা বোনাসের। তখন তার কাছে হারমানপ্রিতের আচরণ নিয়ে বিসিবি অভিযোগ করবে কি না জানতে চাওয়া হয়।  

জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘ক্রিকেট এমন একটা খেলা এটার নিয়ম-কানুন সবাই জানে। সারা বিশ্ব দেখছে এবং দেখেছে। কাজেই এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। এটার আইন-কানুন আছে। এটা অনুযায়ী যা আছে, তাই হবে। আমাদের কিছু বলার থাকে না। এখানে আম্পায়ার আছে, ম্যাচ রেফারি আছে প্লাস আইসিসি আছে। ওই প্রক্রিয়াতে যা হয়, সেটাই হবে। কিন্তু আমি খুশি আমাদের মেয়েরা এমন কিছু করেনি। এটাও ওদের বলেছি, কখনো এমন কিছু করবে না। ’

হারমান প্রতিপক্ষ কিংবা আম্পায়ারদের নিয়েই ক্ষোভ দেখাননি। মাঠে উপস্থিত থাকা ভারতীয় হাইকমিশনারকে পুরস্কার বিতরণী মঞ্চে না ডাকা নিয়েও মন্তব্য করেন তিনি। এটি কি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে কষ্ট দিয়েছে? তিনি অবশ্য এসব প্রসঙ্গের চেয়ে সাফল্য নিয়েই কথা বলতেই আগ্রহী ছিলেন বেশি।

পাপন বলেন, ‘আমি আপনাকে একটা কথা বলি। আমাকে কেন ওদেরও হার্ট করা উচিত। আমার বোর্ডকে খালি করবে কেন, আমাদের তো কিছু করেনি। আইসিসির যে নিয়ম আছে, ওই অনুযায়ী যা হওয়ার হবে। অপেক্ষা করতে হবে একটু। এছাড়া আর কিছু না। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এখানে, এসে যে কথাটা সবাইকে বলেছি। ’

মেয়েদের সাফল্য নিয়েই কথা বলতে বলেন পাপন, ‘মেয়েরা খেললো, এত বড় একটা সাফল্য। হারা জেতা নিয়ে না তো, এত সুন্দর খেললো। এখন তো আমরা এসব নিয়ে কথা বলবো। আন্ডার নাইন্টিনে যে ট্রাই নেশন চ্যাম্পিয়ন হলো। মেয়েরা যে ইমার্জিং এশিয়া কাপে রানার আপ হলো। আমাদের ছেলেরা দক্ষিণ আফ্রিকা আন্ডার নাইন্টিনের সঙ্গে জিতলো। অনূর্ধ্ব-১৬ ভারতে গিয়ে জিতলো। এই যে এতগুলো সাফল্য। এগুলো বাদ দিয়ে একটা জিনিস নিয়েই খালি কথা বলছি কালকে থেকে। এই ডাইভারশন আমরা চাই না। অন্যরা করে করুক। মেয়েদের খেলায় ওরা ভালো খেলেছে, আমরা খুশি, ওদেরকে নিয়ে গর্বিত। ’ 

এসব নিয়ে কোথাও আলাপ হবে কি না জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘আলাপ তো হবেই। শেষ মিটিংয়েও ওখানে এগুলো নিয়ে আলাপ হবে। আলাপ হয়েছে, আরও হবে। অবশ্যই ভালো একটা সমাধান কী করলে এগুলো থেকে বের হওয়া যায় সেগুলো নিয়ে আলাপ হবে। মেয়েদের এটা নিয়ে হয়নি, কিন্তু ওখানে আলাপ হয়েছে। ’

বাংলাদেশ সময় : ১৭২৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।