ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যক্তিগত কারণে ১৮ বছর বয়সেই ক্রিকেট ছাড়লেন পাকিস্তানের আয়শা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
ব্যক্তিগত কারণে ১৮ বছর বয়সেই ক্রিকেট ছাড়লেন পাকিস্তানের আয়শা

পাওয়ার-হিটার হিসেবে তার খ্যাতি ছিল বটে! কিন্তু সেই প্রতিভা খুব বেশিদিন কাজে লাগালেন না আয়শা নাসিম। ব্যক্তিগত কারণ দেখিয়ে মাত্র ১৮ বছর বয়সেই ক্রিকেট ছাড়লেন ডানহাতি এই ব্যাটার।

তাই এশিয়ান গেমসের স্কোয়াডে তাকে রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানি গণমাধ্যমের মতে, ধর্মীয় কাজে মনোযোগী হতেই ক্রিকেটকে বিদায় বলেছেন আয়শা। বিবৃতিতে পিসিবির নারী ক্রিকেটের প্রধান তানিয়া মল্লিক বলেছেন, ‘আমরা আয়েশা নাসিমের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই, কারণ পিসিবি ব্যক্তিগত কারণে খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা বোঝে এবং সম্মান করে। ’

২০২০ সালে থাইল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আয়শার। প্রায় তিন বছরে ৩০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১২৮.১২ স্ট্রাইক রেটে ৩৬৯ রান করেছেন তিনি। এছাড়া ওয়ানডেতে ৪ ম্যাচে করেছেন ৩৩ রান।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।