ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ফ্রান্সের টি-টেন লিগে আশরাফুল-ঝড়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
ফ্রান্সের টি-টেন লিগে আশরাফুল-ঝড়

ফ্রান্সের টি-টেন লিগে নিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন মোহাম্মদ আশরাফুল। খেলেছেন বিধ্বংসী এক ইনিংস।

ফরাসি টি-টেন লিগে এসি সেইন্টসের জার্সিতে খেলছেন আশরাফুল। অভিষেক ম্যাচেই বাংলাদেশের সাবেক এই ব্যাটার দলকে এনে দিয়েছেন ১০ উইকেটের বড় জয়, যা এই আসরে দলটির দ্বিতীয়।

টস জিতে আগে ব্যাট করে ১০ ওভারে ১৩৭ রান সংগ্রহ করে আশরাফুলদের প্রতিপক্ষ ভিলেনুভ সুপার কিংস। জবাবে ঝোড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন আশরাফুল। ৪০ বলে ১১৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি; হাঁকিয়েছেন ২০টি চার ও ৪টি ছক্কা। আর তাতে ভর করে সহজ জয় তুলে নেয় তাঁর দল।

বাংলাদেশ সময়: ১২৪9 ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩?
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।