ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

‘মেন্টরে কী লাভ হয়?’, প্রশ্ন মাশরাফির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
‘মেন্টরে কী লাভ হয়?’, প্রশ্ন মাশরাফির

তামিম ইকবালের অবসর নাটকীয়তা শেষ হওয়ার পর বাংলাদেশের ক্রিকেটে আসে নতুন প্রসঙ্গ। অবসরের ঘোষণার পর তামিমকে গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তখন ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। পরে সংবাদমাধ্যমে তামিম জানান, বিশ্বকাপে মাশরাফিকে মেন্টর হিসেবে প্রধানমন্ত্রীর কাছে চাওয়ার কথা।  

এরপর প্রায়ই ঘুরেফিরে আসছে প্রসঙ্গটি। মাশরাফি কি বিশ্বকাপে মেন্টর হিসেব থাকবেন? এমন প্রশ্ন গিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেও। তিনি স্পষ্ট করে অবশ্য বলেননি কিছু। এবার এ নিয়ে কথা বলেছেন মাশরাফিও। বুধবার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, এমন কোনো মাইন্ড সেট আপ না থাকার কথা।  

তিনি বলেন, ‘আমার কোনো মাইন্ড সেট-আপ নেই (মেন্টর হওয়ার)। আমি আগেও বলেছি, আমার এরকম কোনো মাইন্ড সেট-আপ নেই। আপনারা যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরও নেই আমার কাছে। তো আমি কোনো কিছু জানি না। আমার বর্তমানে কী কাজ সেইটা শুধু জানি। কালকে যেটা কাজ আসবে, সেটা করব। পরশু দিনের কথা বলা বা কালকের চিন্তা করার এখন আমার সময় নেই। ’ 

‘মেন্টরে কী লাভ হয়? আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, ও (তামিম) কেন চাচ্ছে! মেন্টর জিনিসটা তো... অন্য জিনিস। মেন্টরের কাজটা কী আমি জানি না। (দলের প্রয়োজন) সেরকম পরিস্থিতি এলে, সেরকম হলে তখন বলা যাবে। এখন এই মুহূর্তে আমাকে প্রশ্ন করলে, এর উত্তর নেই। এখানে আমি কী উত্তর দেব? যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় ভবিষ্যতে, সেরকম কিছু হয়, তখন আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলা যাবে। এই মুহূর্তে আমি তো ওরকম কিছু দেখি না। ’

দেশের ক্রিকেট সোনালি সময় পার করেছে মাশরাফির নেতৃত্বেই। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে দলকে নিয়ে গিয়েছিলেন তিনি। তাকে মেন্টর হিসেবে চাওয়ার পেছনে অনুপ্রেরণা দিতে পারার মুন্সিয়ানা একটা কারণ। মাশরাফি অবশ্য এটিও বলছেন, প্রধানমন্ত্রী চাইলে হতে পারে যেকোনো কিছু।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কিছু ইচ্ছা থাকলে, সেটা ভিন্ন জিনিস। সেটার সঙ্গে তর্কে যাওয়ার বা কথা বলার সুযোগ নেই। এই মুহূর্তে আমি আপনাদের কী বলতে পারি। আমি কিছুই বলতে পারি না। কালকে কী পরিস্থিতি হবে, সেটা আমরা কেউ জানি না। সেরকম কোনো কিছু ঘটলে তখন দেখা যাবে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে, দল ভালো থাকা, দল ভালো খেলা। যেটা আমরা সবাই আশা করছি। ’

বাংলাদেশ সময় : ১৫১১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।