ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

অধিনায়ক নির্বাচনের দায়িত্বে পাপন

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
অধিনায়ক নির্বাচনের দায়িত্বে পাপন

অধিনায়ক নিয়ে বিসিবির নাটকীয়তার যেন শেষই হচ্ছে না। গত বৃহস্পতিবার ওয়ানডের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল।

এরপর পাঁচদিন পেরিয়ে গেছে। তবে এখনও নতুন অধিনায়ক বেছে নিতে পারেনি বিসিবি। মঙ্গলবার এক জরুরি সভা ডাকা হয়েছিল।  

এখান থেকেও অধিনায়কত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি তারা। সভাশেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানান, অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। দুয়েকদিনের মধ্যেই সম্ভব্য অধিনায়কদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন তিনি।  

জালাল বলেন, ‘আপনারা জানেন যে, আজকে আমাদের একটা জরুরি বৈঠক ছিল। এটা ডাকার জন্য একটা কারণ ছিল সেটা অধিনায়কত্বের ব্যাপারে। মূলত এশিয়া কাপের অধিনায়ক নির্বাচনের কথা ছিল। আমরা আজকে বোর্ড সভায় বসেছিলাম। পরে বোর্ড থেকে আমরা সবাই মাননীয় বোর্ড সভাপতিকে অধিনায়ক নির্বাচন করার জন্য, অধিনায়ক নির্বাচন করার জন্য আমরা উনাকে দায়িত্ব দিয়েছি। ’

‘উনি এখন ভেবেচিন্তে যে কয়জন সম্ভাব্য প্রার্থী আছে অধিনায়কত্বের জন্য তাদের সঙ্গে কথা বলে উনি আমাদের…আমরা ফাইনাল করব। আশা করি, আমরা দিন দুই-তিনের মধ্যে ১২ সেপ্টেম্বরের আগে আমাদের ডেডলাইন আছে, তার আগে আমরা ক্যাপ্টেন নির্বাচন করে আপনাদের জানিয়ে দেবো। ’
 

তামিম নেতৃত্ব ছেড়েছেন পাঁচদিন হলো। এশিয়া কাপেরও খুব বেশিদিন বাকি নেই। এখনও নিজেদের অধিনায়ক বেছে নিতে পারেনি বিসিবি। কেন এই কয়দিন আলাপ হয়নি? এমন প্রশ্ন করা হয়েছিল জালাল ইউনুসকে। তিনি বলছেন, ফোনে তাদের সঙ্গে আলাপ হয়েছে। তবে এখন তারা পৌঁছাতে চান চূড়ান্ত সিদ্ধান্তে।  

জালাল বলেন, ‘প্রথম কথা হচ্ছে তারা এখন কয়েকজন বাইরে আছে। তবে টেলিফোনে আলাপ করা যায়। এরমধ্যে আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা ছিল। কারণ, যাকে দেওয়া হবে , আমরা চাচ্ছি যে, তাকে ভালোভাবে বুঝে শুনে তাকে এখানে ফরম্যাটগুলো আছে, কাউকে সব ফরম্যাটে দিবো বা দুই ফরম্যাটের জন্য কি না…ক্যাপ্টেনসির জন্য যাকে বলা হবে তারা রাজি আছেন কি না। এসব আলাপ আলোচনার জন্য সময় নেওয়াটা। ’

‘যেহেতু এখানে অনেক কিছু ইস্যু চলে আসছে মাননীয় সভাপতিকে সবাই বলেছে আপনি দায়িত্ব নিয়ে আপনি তাদের সাথে কথা বলেন এবং আমাদের নির্বাচিত যে অধিনায়ক হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে। টেলিফোনের মাধ্যমে অবশ্যই আলাপ হয়েছে। নিশ্চয়ই নিজেদের মধ্যে কিছু ইস্যু আছে। ইতোমধ্যে আমরা আলাপ-আলোচনা করেছি। এগুলো পাবলিকলি বলছি না। আমাদের মধ্যে কিছু চিন্তা ভাবনা করতে হচ্ছে। সেইগুলো আমরা ভেবে চিন্তে করে আলোচনা করা সিদ্ধান্ত নেবো। ’ 

অধিনায়কত্ব নিয়ে আলোচনায় বেশ কিছু ব্যাপার। একজনকে কি সব ফরম্যাটের নেতৃত্ব দেওয়া হবে? ওয়ানডে অধিনায়কত্বই বা দেওয়া হবে কতদিনের জন্য? জালাল ইউনুস বলছেন, এসব সিদ্ধান্তও হবে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলার পরই চূড়ান্ত হবে। কারও ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাননি তিনি।  

জালাল বলেন, ‘এই যে একটা কথা আপনি বললেন বিশ্বকাপ পর্যন্ত নাকি আরেকটু লম্বা সময়। এটা প্রস্তাব যখন আসবে, আমাদের মাননীয় সভাপতি প্রার্থীদের থেকে আগে শুনবে তাদের চিন্তাধারাটা কী। আমরা কারও কাঁধে চাপিয়ে দিচ্ছি না। আগে তারা বলুক। এরপর এটা নিয়ে আলাপ-আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।  

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।