ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলের ‘ইন্টেনসিটি’ মাথায় রেখে মাহমুদউল্লাহদের অনুশীলন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
জাতীয় দলের ‘ইন্টেনসিটি’ মাথায় রেখে মাহমুদউল্লাহদের অনুশীলন

মূল ক্যাম্পের পরিধি জাতীয় ক্রিকেটারদের থেকে এসেছে জাতীয় দলের ক্যাম্পে। ঠিক হয়েছে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াডও।

মিরপুরে এর বাইরেও কয়েকজন ক্রিকেটার অনুশীলন করছেন, তাদের দেখভাল করছেন ডেভলেপমেন্ট কোচ সোহেল ইসলাম।  

মাহমুদউল্লাহ রিয়াদ-সাইফ হাসানসহ জাতীয় দলের আশেপাশে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার এই ক্যাম্প করছেন। অক্টোবরের বিশ্বকাপ মাথায় রেখেই অনুশীলন করছেন তারা। জাতীয় দলে হুট করে ডাক এলে যেন তৈরি থেকে যেতে পারেন, বিসিবির পক্ষ থেকে করা হচ্ছে ওই চেষ্টা।  

এ নিয়ে বুধবার সোহেল ইসলাম বলেন, ‘আপনারা জানেন যে মূল স্কোয়াড চলে যাচ্ছে ১৭ জনের, সম্ভাব্য যারা দলে মধ্যে ঢুকবে তাদের আলাদা করে কেয়ার নেওয়া হচ্ছে; এটার জন্য এ ট্রেনিংটা। হ্যাঁ অবশ্যই এখানে স্ট্যান্ডবাই যারা আছে তারাও আছে, এবং কিছু খেলোয়াড় আছে সব মিলিয়েই একটা স্কোয়াড করা হয়েছে। এ অনুশীলনটা এভাবে সাজানো হয়েছে, যেন জাতীয় দলের যে ইনটেনসিসি থাকে, ভলিউম থাকে, সেভাবেই যেন অনুশীলন করে তারা তৈরি থাকে। ডাক পেলে যেন জাতীয় দলে গিয়ে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে। ’

কতদিন এই ক্যাম্প চলবে? সোহেল ইসলাম জানিয়েছেন আপাতত সেপ্টেম্বরের তিন তারিখ অবধি। তবে নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের সময়টাতেও ব্যাক আপ ক্রিকেটারদের তৈরি রাখতে ক্যাম্প চালু রাখা হতে পারে, এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। জানিয়েছেন কী ধরনের অনুশীলন হচ্ছে ক্যাম্পে।  

তিনি বলেন, ‘এখানে আসলে দুভাবে প্রস্তুতি নিচ্ছে। একটা হচ্ছে স্কিলে, টেকনিক্যাল জিনিস যে কিছু জায়গায় যেসব চ্যালেঞ্জগুলো তারা চিন্তা করছে, সেভাবে প্রস্তুতি নিচ্ছে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে কে নতুন বলে খেলবে কীভাবে খেলবে এসব। ’

‘স্কিলের ব্যাপারটা তো বিস্তারিত বলা যায় না। এটা ওয়ান টু ওয়ান যারা অনুশীলন করছে, তাদের সাথেই আসলে করে। যে চ্যালেঞ্জগুলো আসবে, এশিয়া কাপে, এরপর নিউজিল্যান্ড সিরিজ, তারপর বিশ্বকাপে এ তিনটি জিনিস মাথায় রেখেই করছে। এখানে ফিল্ডিং অনুশীলন চলছে। স্কিলের সাথে সাথে ফিটনেসটাও আসলে জাতীয় দলে যেভাবে চলছে এটাও ওই ইনসেন্টিসেতে চলছে। ’ 

শুরুর কয়েকদিন না থাকলেও বুধবার এসেছিলেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তার ব্যাপারে সোহেল বলেন, ‘রিয়াদ একটু পারিবারিক সমস্যা ছিল, ওর আম্মা অসুস্থ ছিল। আজ ক্যাম্পে যোগ দিল। যেভাবে নির্দেশনা দেওয়া আছে ওপর থেকে যে আসলে কীভাবে অনুশীলন করবে এবং কার কি রোল থাকবে তো ওটা রিয়াদের সঙ্গে কথা বলে করা হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।